ফাল্গুণ

Author Topic: ফাল্গুণ  (Read 654 times)

Offline Mohammad Nazrul Islam

  • Full Member
  • ***
  • Posts: 178
  • Test
    • View Profile
ফাল্গুণ
« on: February 23, 2023, 09:54:55 AM »
বাচিঁতে ইচ্ছা করে
সখি, নাচিতে ইচ্ছা করে,
-গাইতে সুর-গান’
আজি, ১লা ফাল্গুণে, ভরিয়া উঠিল
এ, মরা দেহ-প্রাণ।।

অম্রকাননে ফুটিল মুকুল
সহস্র ভ্রমরের দল,
আকুল তিয়াসে মধুর পিয়াসে
করছে কোলাহল।।

চারদিকে ফুটিছে শতদল
নন্দিত, আজ মেঠোপথ,
যোজন-বিয়োজন একসাথে
-প্রকাশিতে অভিমত।।

বন্ধ কুঠিরে বসিয়া অসার
শুকিতে চন্দনও ঘ্রাণ
অমুলকঃ ভাবিয়া পুলক
বাজাঁতে সানাই-তান।।

হৃদি কপাটে জাগে
ফুল মল্লিকার মেলা,
হৃদয় নীলাচলে ‘অপ্সীরা
খেলিতে প্রেম-খেলা।।

ডালে ডালে নতুন পাতা
তব, শাখাতে ফুটিতে ফুল
সোহাগী বাতাসের নরম ছোঁয়ায়
মুকুলে পড়িতে দোল।।

বলি-হরি মনোলোভা
চলিছে যৌবনের জয়গান
এ, চিন্ময়ীর আনন্দধারা
-চলিতে অভিরাম।


« Last Edit: February 27, 2023, 11:50:01 AM by Mohammad Nazrul Islam »