ভাবুন

Author Topic: ভাবুন  (Read 484 times)

Offline Khan Ehsanul Hoque

  • Hero Member
  • *****
  • Posts: 549
  • Test
    • View Profile
ভাবুন
« on: March 13, 2023, 09:15:04 AM »
ভাবুন

প্রাসাদ সম মসজিদ বানানোর ট্রেন্ড শুরু হয়েছে বহুকাল ধরে । আমাদের দেশও এর ব্যতিক্রম নয় । কোটি কোটি টাকা ব্যয় করে গুলশান, বনানীর মতো অভিজাত এলাকায় যেমন মসজিদ হচ্ছে তেমনি হচ্ছে গ্রাম অঞ্চলেও । দামী মার্বেল/টাইলস/কার্পেটে মোড়ে দেয়া হচ্ছে ওয়াল, ফ্লোর । অথচ আমাদের প্রফেট (সাঃ) মসজিদকে সাদামাটা রাখতে পরামর্শ দিয়েছেন । এর গভীর কারণও আছে ।

তো যাইহোক আমিও দামি পাথর মোড়া মসজিদ গুলোতে যাই । বিশেষ করে জুমাবারে মসজিদ গুলো উপচে পড়ে । বিত্তবান শিল্পপতি থেকে শুরু করে অতিসাধারণ দিনমজুর সবাই মসজিদে ছুটেন । মহান আল্লাহর কাছে হাত তুলে, রিজিক বৃদ্ধির জন্য দোয়া করেন । সেই দোয়া পরিচালনা করেন ইমাম সাহেব । আমরা সমস্বরে আমিন আমিন বলি, আশা করি ইমাম সাহেবের দোয়া আরশে আজিমে পৌছে যাবে, আমাদের রিজিক বৃদ্ধি ঘটবে, তাইনা ?

একটা জিনিস কী খেয়াল করে দেখেছেন-এই যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়ে, সেখানে ইমাম সাহেবের পেছনে নামাজ আদায় করে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করি, অথচ সেই ইমাম সাহেবকে মাস শেষে বেতন/সম্মানী কত দিই ? ১৫ হাজার কিংবা ২০ হাজার, এইতো ! যেই মোয়াজ্জিন সাহেব পাঁচবেলা “হাইয়া আলাল ফালাহ-কল্যাণের পথে আসো” বলে আমাদের ডাকতে থাকেন, তার বেতন কত দিই ? ৫ হাজার থেকে ১০ হাজার, তাইনা ?  অথচ দেখেন তাদের ওই সামান্য টাকায় কত বরকত । ওই টাকা দিয়েই তারা চলেন, তাদের ব্যংকক-সিঙ্গাপুর গিয়ে ট্রিটমেন্ট করাতে হয়না, ওষুধের পেছনে গাঁদা গাঁদা টাকা ঢালতে হয়না । আল্লাহ তাদের ওই অল্প টাকাও বরকতময় করে দেন ।

এবার আসি, অন্য প্রসঙ্গে । নিজেদের ঘরে । আমাদের বাচ্চাদের পড়াশোনার খরচের হিসাবে । বাসায় প্রাইভেট টিউটর আসেন-অংকের টিচারের বেতন পাঁচহাজার,  বিজ্ঞানের টিচার ৫ হাজার , বাংলার টিচারের বেতন-পাঁচহাজার । গানের শিক্ষক, আর্টের শিক্ষক, নাচের সবই ওই পাঁচহাজার সপ্তাহে তিনদিন । অথচ কুরআন শিক্ষার হুজুরের বেতন ২ হাজার হলেই চোখ কপালে উঠে, তাইনা ? কোনোরকম এক খতম দিয়ে দিলেই তো হয় , তারপর হুজুরকে টাটা বাই বাই-যেনবা, ওই দুইহাজার বাঁচাতে পারলে রিজিক বরকত আর বরকতে ফুলে উঠবে ! ভাই সব শিক্ষকের পেছনে যতটুকু খরচ করছেন, করেন । শুধু কুরআন শিক্ষার হুজুরের সাথে কৃপণতা করবেননা । প্রয়োজনে বেশি টাকা দিয়ে হলেও একজন ভালো হুজুর রাখুন ।

যে মসজিদে গিয়ে ইমাম সাহেব কে দিয়ে রিজিকের জন্য দোয়া করেন, তার সম্মানীর সম্মানের কথাও একটু ভাবেন । কেন আমার আপনার ইনকামে বরকত কম, কেন ওই মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিনের অল্পটাকাতেও এতো বরকত ? ভাবুন ।

- তানভীর শাহরিয়ার রিমন

Source: https://www.facebook.com/tsrimon
Khan Ehsanul Hoque

Daffodil International University
01847334702
fd@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd