Haunch_Bar

Author Topic: Haunch_Bar  (Read 702 times)

Offline Abu Hasan

  • Newbie
  • *
  • Posts: 9
  • Test
    • View Profile
Haunch_Bar
« on: March 15, 2023, 01:15:56 PM »
Haunch_Bar কি ?? কেন দেওয়া হয় ??
#Haunch_Bar কোন ধরনের বিল্ডিং এ ব্যাবহার হয় ???
Haunch Bar সাধারনত ভারী লোড বহনকারী স্ট্রাকচারে ব্যাবহার করা হয়।
যেমনঃ ইন্ডাস্ট্রিয়াল হেভি বিল্ডিং (হেভি মেশিনারিজ লোড বহনকারী), বড় স্প্যানের বিল্ডিং , ওয়াটার ট্যাংক ইত্যাদি

#Haunch_Bar কি ??
সাধারত সাপোর্টিং পয়েন্ট এবং জয়েন্ট এ ডিজাইন অনুযায়ী বিভিন্ন ধরনের হনচ বার ব্যাবহার করা হয় । জয়েন্ট এবং সাপোর্ট এ অতিরিক্ত রিনফোর্সমেন্ট ব্যাবহারের সাথে ক্রস সেকশন ও বাড়ানো হয় এই হনচ রিনফোর্সমেন্ট বিম এ ।

#কেন Haunch Bar ব্যাবহার করা হয় ?

=> সাপোর্টে অতিরিক্ত শেয়ার ফোর্স ডেভেলপ হবার কারনে, সাপোর্ট পয়েন্টে Haunch Bar ব্যাবহার করা হয় । যার ফলে ডেপথ বৃদ্ধি পায় এবং শিয়ার ক্র্যাক হওয়া থেকে বিরত রাখা যায় ।

=> কালভার্ট এর স্ল্যাব এ শিয়ার ফেইলিউর রেসট্রিকট করার জন্যে Haunch Bar ব্যাবহার করা হয় ।

=> ওয়াটার ট্যাংক এ অতিরিক্ত হাইড্রো স্ট্যাটিক প্রেসারের কারনে স্ট্রাকচার ডেমেজ হবার সম্ভবনা থাকে সেজন্য ওয়াটার ট্যাংক এ Haunch Bar ব্যাবহার করা হয় ।

=> Haunch Bar ব্যাবহারের ফলে জয়েন্ট এবং সাপোর্টে শিয়ার ফোর্স বহন ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও রোটেশন ও ডিফ্লেকশন কমে যায়। এর ফলে জয়েন্ট এবং সাপোর্টিং পয়েন্ট আরো রিজিড হয় ।

#Haunch Bar ব্যাবহার
Haunch Bar এর সাইজ নির্ভর করে স্ল্যাবের ডেপথ এর উপর , বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন সাইজের ও পরিমানের Haunch Bar ব্যাবহার করা হয়।
.
Haunch Bar সাধারন্ত ১ঃ১ স্লোপ মেন্টেইন করে ব্যাবহার করা হয়।
Example 150 X 150 mm