Science & Information Technology > Science Discussion Forum
"বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
M.K Hasan:
১। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ‘বুর্জ খলিফা’
বিশ্বের সবচেয়ে বিলাসবহুল পাঁচতারা হোটেল বুর্জ আল দুবাইয়ের পর ১৫০ কোটি ডলার ব্যয়ে নির্মিত ‘বুর্জ খলিফা’ আরেক শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হিসেবে আবির্ভূত হলো যা দুবাইতে অবস্থিত।
এবার দেখে নেয়া যাক এটা দেখতে কেমন-
২। তাইপে ফিনান্সিয়াল সেন্টার বা তাইপে ১০১
তাইওয়ানের রাজধানী তাইপেতে অবস্থিত এ ভবনটির অপর নাম তাইপে ফিনান্সিয়াল সেন্টার। ১০১ তলাবিশিষ্ট এ ভবনটির উচ্চতা ১৬৭১ ফুট (৫০৯ মিটার)।
দেখে নিই তাইপে ১০১- দেখতে কেমন
৩। পেট্রোনাস টাওয়ার
মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার বিশ্বের অন্যতম সুদৃশ্য ভবন। উচ্চতা ১৪৮৩ ফুট (৪৫২ মি.)
এবার দেখে নেয়া যাক এটা দেখতে কেমন
মুগ্ধ না হয়ে উপায় নেই ।
৪। সিয়ার্স টাওয়ার
সিয়ার্স টাওয়ার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত। নির্মাণকাল ১৯৭০ থেকে ১৯৭৪। সিয়ার্স রোইবাক অ্যান্ড কোং ১১০ তলাবিশিষ্ট এবং ১৪৫০ ফুট উচ্চতার এ ভবন নির্মাণ করেছেন ।
সিয়ার্স টাওয়ারের দেখতে কেমন
আহ! চোখ জুড়িয়ে গেল ।
৫। এম্পায়ার স্টেট বিল্ডিং
নিউইয়র্ক সিটির ম্যানহাটনের কেন্দ্রে দাঁড়িয়ে আছে ১২৫০ ফুট উঁচু বিশ্বের অন্যতম বৃহৎ এ ভবন। ১৯৩০-৩১ সালে নির্মিত এ ভবনের ডিজাইন করেছেন শ্রেভ, ল্যাম্ব এবং হার্মন ফার্ম। ১০২ তলাবিশিষ্ট এ ভবন দীর্ঘদিন বিশ্বের উচ্চতম ভবনের মর্যাদা দখল করেছিল।
দেখে আসি এটা দেখতে কেমন
বারবার দেখাতেও যেন ক্লান্তি নেই।
Narayan:
Good Post....
bipasha:
interesting post
poppy siddiqua:
good to know the information. Thankyou.
sushmita:
Good collection.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version