চ্যাটজিপিটি দিয়ে সিভি বানানোর উপায়

Author Topic: চ্যাটজিপিটি দিয়ে সিভি বানানোর উপায়  (Read 409 times)

Offline Mrs.Anjuara Khanom

  • Sr. Member
  • ****
  • Posts: 478
  • Test
    • View Profile
তথ্যপ্রযুক্তি
এআইয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি। বিশ্বের সব দেশেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে চ্যাটজিপিটি নিয়ে। ২০২২ সালের নভেম্বরে ওপেনএআই নিয়ে আসে নতুন চ্যাটবট চ্যাটজিপিটি। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্তই বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি চ্যাটবট সিস্টেম বা আলাপচারিতা করার অ্যাপলিকেশন।

চ্যাটজিপিটি রচনা লিখতে পারে, চাকরির বা ছুটির আবেদন, চুক্তিপত্র, কোন ঘটনা সম্পর্কে ব্যাখ্যা, ছোটখাটো প্রতিবেদন তৈরি করে দিতে পারে। এটি কম্পিউটার প্রোগ্রাম, গান বা কবিতাও লিখে দিতে পারে ব্যবহারকারীর জন্য। আবার আপনি চাইলে আপনার সিভি এই এআইয়ের মাধ্যমে লিখিয়ে নিতে পারবেন।

বিজ্ঞাপন

চাকরি পেতে আপনাকে অবশ্যই একটি আকর্ষণীয় রেজিউম বা সিভি তৈরি করতে হবে। যেখানে আপনার কাজের দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা স্পষ্ট করে বোঝা যাবে। এজন্য চ্যাটজিপিটি আপনাকে সাহায্য করতে পারে। চ্যাটজিপিটি যে শুধু রেজিউম তৈরি করতে পারে, এমনটা নয়। এর পাশাপাশি বিভিন্ন সংস্থা অনুযায়ী রেজিউমে পরিবর্তনও করতে পারে।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে চ্যাটজিপির মাধ্যমে সিভি তৈরি করতে পারবেন-

বিজ্ঞাপন

আরও পড়ুন: আপনার জন্য উপযুক্ত চাকরি খুঁজে দেবে এআই

>> প্রথমে চ্যাটজিপিটিতে লগইন করুন। অ্যাকাউন্ট তৈরি করা না থাকলে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন।
এরপর নিজের সম্পর্কে সব প্রাথমিক তথ্য দিন। প্রাথমিক তথ্য বলতে নিজের কাজের ক্ষেত্র এবং কাজের অভিজ্ঞতা ইত্যাদিকে বোঝায়।
>> তবে যতক্ষণ চ্যাটবটে তথ্যের অভাব থাকবে, ততক্ষণ পর্যন্ত এটি সঠিক ফলাফল দিতে পারবে না। তাই সঠিক ও সম্পূর্ণ তথ্য দিন।

>> আপনার কাজের অভিজ্ঞতা, কাজের স্থান, কাজের ধরন ও নিজের যোগ্যতার বিবরণও চ্যাটজিপিটিকে প্রদান করতে হবে।
>> এছাড়াও আপনি কেমন কোম্পানিতে কী ধরনের কাজ করতে চাইছেন, সেই তথ্যও চ্যাটজিপিটি জানতে চাইবে।

বিজ্ঞাপন

এসব তথ্যের ভিত্তিতে চ্যাটজিপিটি সেই কোম্পানি এবং তার কাজের প্রোফাইল অনুযায়ী রেজিউমে তৈরি করতে পারবে।

সূত্র: সিএনবিসি
Mrs, Anjuara Khanom
Library Assistant Officer,
Daffodil International University
DSC Campus
02224441833/34