Faculty of Science and Information Technology > Science and Information

স্মার্টফোন আসক্তি কমাতে কঠোর নিয়ম চালু করছে চীন

(1/1)

Khan Ehsanul Hoque:
স্মার্টফোন আসক্তি কমাতে কঠোর নিয়ম চালু করছে চীনসারা বিশ্বেই শিশু, কিশোর-কিশোরীদের স্মার্টফোন আসক্তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে স্থূলতা, ঘুমের সমস্যা, পড়ালেখায় অমনোযোগী হওয়াসহ সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিচ্ছে। আর তাই শিশু ও কিশোর-কিশোরীদের স্মার্টফোন আসক্তি কমাতে স্মার্টফোন ব্যবহারে কঠোর নিয়ম চালুর পরিকল্পনা করেছে চীন।


প্রস্তাবিত এ নিয়মে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সীরা দিনে ২ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। ১৮ বছরের কম বয়সীদের বয়সভেদে সময়সীমাও হবে আলাদা। ৮ বছরের কম বয়সী শিশুরা দিনে ৪০ মিনিট, ৮ থেকে ১৬ বছরের কম বয়সীরা ১ ঘণ্টা এবং ১৬ থেকে ১৭ বয়সীরা সর্বোচ্চ ২ ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করতে পারবে।


শিশু, কিশোর-কিশোরীদের স্মার্টফোন আসক্তি কমাতে স্মার্টফোনে মাইনর মোড নামের নতুন অপশন চালুর পরিকল্পনা করছে চীন। মাইনর মোডটি স্মার্টফোনে চালু থাকলে শুধু ফোনের হোম স্ক্রিন ও সিস্টেম সেটিংসে প্রবেশ করা যাবে। ফলে কোনো অ্যাপ চালু বা ভিডিও দেখা যাবে না। শুধু তা–ই নয়, অভিভাবকেরা সহজেই সন্তানদের স্মার্টফোন ব্যবহারের বিভিন্ন তথ্য জানতে পারবেন। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও ব্যবহারকারীদের বয়স অনুযায়ী বিভিন্ন তথ্য দেখাবে।

চীনের নতুন এ নিয়মের আওতায় তিন বছরের কম বয়সী শিশুরা স্মার্টফোনে শুধু গান ও অডিও শুনতে পারবে। ১২ থেকে ১৬ বছর বয়সীদের দেখতে হবে শিক্ষামূলক ও সংবাদভিত্তিক ভিডিও। শুধু তা–ই নয়, রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত শিশু, কিশোর-কিশোরীদের ব্যবহৃত স্মার্টফোনে সব সেবা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

Source:https://shorturl.at/jEL78

Navigation

[0] Message Index

Go to full version