Outsourcing > WhatsApp
কম্পিউটারে হোয়াটসঅ্যাপের স্ক্রিন লক করার সুবিধা আসছে
(1/1)
Khan Ehsanul Hoque:
কম্পিউটারে হোয়াটসঅ্যাপের স্ক্রিন লক করার সুবিধা আসছে
হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য আদান-প্রদান করেন অনেকেই। এসব তথ্য বা ছবি অন্য কেউ দেখলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু কম্পিউটার চালু করলেই পাসওয়ার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। এর ফলে একই কম্পিউটারের একাধিক ব্যবহারকারীর কাছে হোয়াটসঅ্যাপে থাকা সব তথ্য প্রকাশ হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য স্ক্রিন লক সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের স্ক্রিন লক সুবিধা এরই মধ্যে বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন এই সুবিধা ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণে পাসওয়ার্ড দেওয়া যাবে। অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া কম্পিউটারে হোয়াটসঅ্যাপ চালু করা যাবে না। এর ফলে একাধিক ব্যক্তি কম্পিউটার ব্যবহার করলেও অন্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে থাকা তথ্য দেখতে বা ব্যবহার করতে পারবেন না।
নতুন এ সুবিধা চালুর বিষয়ে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, দীর্ঘদিন পরীক্ষার পর স্ক্রিন লক সুবিধা বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বেটা প্রোগ্রামের সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ ওয়েবের হালনাগাদ সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারবেন।
Source: https://www.prothomalo.com/technology/8psq5flpyb
Navigation
[0] Message Index
Go to full version