Faculty of Engineering > Geotechnical Engineering

Different Types of Pile Test

(1/1)

Abu Hasan:
পাইলের গুরুত্বপূর্ণ কিছু টেস্ট এর নামঃ

১/ Pile Integrity Test (PIT)
প্রোগ্রামিং এর মাধ্যমে পাইল কনস্ট্রাকশন এর পর পাইল এর গভীরতা নির্নয়ের পদ্ধতি হল পাইল ইন্টিগ্রিটি টেস্ট, এর মাধ্যমে জানা যায় পাইল কত গভীর পর্যন্ত আছে।
নির্মাণ কাজে বিভিন্ন ত্রুটির কারনে পাইল উপযুক্ত গভীরতায় নাও পৌছাতে পারে, তাই পাইগু‌লো উপযুক্ত গভীরতায় পৌ‌ছে গি‌য়ে‌ছে কিনা, তার জন্যই প্র‌কৌশল গত একটা নিরীক্ষা এইটা। ‌ঠিকাদার এবং প্র‌কৌশলীগণ সাই‌টে ঠিকমত পাইল কা‌স্টিং ক‌রে‌ছে কিনা, কিংবা কা‌জের প‌রিমাণ কম হ‌য়ে‌ছে কিনা। তার উপর নিরীক্ষা প্র‌তি‌বেদন তৈ‌রি কর‌তেই PIT টেস্ট করা হয়।

২/ Crosshole Sonic Logging (CSL)
ক্রসহোল সোনিক লগিং (সিএসএল) ড্রিল শ্যাফ্ট এবং অন্যান্য কংক্রিটের পাইলের কাঠামোগত অখণ্ডতা যাচাই করার জন্য একটি পদ্ধতি।

৩/ Static Load Test (SLT)
পাইল ড্রাইভ করার পর পাইল তার ডিজাইন অনুযায়ী লোড বহনে সক্ষম কিনা তা জানার জন্য স্ট্যাটিক এ্যক্সিয়াল কম্প্রেসিভ পাইল লোড টেস্ট করা হয়।

৪/ Pile Driving Analyzer (PDA) or Dynamic Load Test.
পাইলের আলটিমেট লোড কত আছে এই টেস্টের মাধ্যমে সরাসরি জানা যায় এছাড়াও পাইলের সেটেলমেন্ট কত আছে অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কত এটি সরাসরি জানা যায়।

Navigation

[0] Message Index

Go to full version