Religion & Belief (Alor Pothay) > Hadith
জুম’আর দিনে
arefin:
হযরত ইয়াযীদ ইবনে আবি মারয়াম(র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন পায়ে হেঁটে জুম'আর জন্য যাচ্ছিলাম। এমন সময় আমার সাথে আবায়া ইবনে রিফায়া (র) এর সাথে সাক্ষাৎ হয়। তিনি বললেন, সুসংবাদ গ্রহণ কর! তোমার এই পদচারণা আল্লাহর পথেই।আমি আবু আবস (রা) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির পদদ্বয় আল্লাহর পথে ধূলিময় হলো, তার পদদ্বয় জাহান্নামের জন্য হারাম করা হলো।
{ জামে তিরমিযি,হাদিস নং-১৬৩৮, সহীহ বুখারী, হাদিস নং-৯০৭}
arefin:
মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ। অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।
(Al-Jumu'a: 9-10)
arefin:
জুমু'আর এই পবিত্র দিনে আসুন আমরা সবাই আল্লাহ্ তা'আলার কাছে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শেখানো দোয়া পাঠের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি ও "জান্নাতুল ফিরদাউস" লাভের জন্য দোয়া করি।
"আল্লা-হুম্মা ইন্নী আউযুবিকা মিন্ 'আযা-বি জাহান্নাম"
অর্থঃ হে আল্লাহ্ ! আমি তোমার নিকট জাহান্নামের শাস্তি হতে মুক্তি চাই।[বুখারী]
"আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা জান্নাতাল ফিরদাউস"
অর্থঃ হে আল্লাহ্ ! আমি তোমার নিকট "জান্নাতুল ফিরদাউস" প্রার্থনা করছি। [বুখারী, মুসলিম]
sumon_acce:
We are very lucky.
arefin:
হযরত আবুহুরাই (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “…সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন। এই দিনে আদম (আঃ) কে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করান হয়েছে, এই দিনেই তাকে জান্নাত থেকে বাহির করা হয়। আর এই দিন ছাড়া অন্য কোন দিনে ক্বিয়ামত সংঘটিত হবে না।â€
(মুসলিম, তাহ:মিশকাত হা:নং ১৩৫৬)
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version