Religion & Belief (Alor Pothay) > Hadith
জুম’আর দিনে
ferdous_1251:
আলহামদুলিল্লাহ ,আমরা চেস্টা করি দুয়া করার।
arefin:
Ameen.
arefin:
হযরত মাকাল ইবনে ইয়াসার (রাযিঃ ) থেকে বর্ণিত, হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ হিজরত করে আমার সান্নিধ্যে আসা যতটা পুণ্য, ফেতনার যুগে ইবাদাত করাও হবে ততটা পুণ্য।
{ সহীহ মুসলিমঃ ২/৪০৬, তিরিমিযী শরীফঃ ২/৪৩, মুসনাদে আহমাদঃ ৫/২৭}
arefin:
শুক্রবার মুসলমানদের জন্য একটি গুরুত্ব পূর্ণ দিন।অনেকেরই জানা নেই যে শুক্রবার কেন এত গুরুত্বপূর্ণ।তাহলে জানা যাক শুক্রবারের গুরুত্ব।
► শুক্রবার দিনে প্রথম মানুষ হযরত আদম(আ) কে সৃষ্টি করা হয়েছে।।
► এই দিনে হযরত আদম(আ) বেহেশতে স্থান দেয়া হয়েছে।।
►► এই দিনেই হযরত আদম(আ) পৃথিবীতে অবতরণ করেন।।
► সপ্তাহের সাতটি দিনের মাঝে শুক্রবারই সে দিন যেদিন হযরত আদম(আ) মৃত্যুবরণ করেছিলেন।।
► শুক্রবার দু’আ কবুলেরও দিন, তবে দুয়ায় নিষিদ্ধ/হারাম কিছু চাওয়া যাবে না।।
► এই দিনেই হবে কিয়ামত।।
এটি এমন একটি দিন যেদিন আল্লাহ তায়ালা, পরম করুনাময় আমাদের সগীরা(ছোট) গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে থাকেন, শুধুমাত্র ঐ দিনেরই নয় বরং পুরো সপ্তাহের এবং সাথে অতিরিক্ত আরো তিন দিনের।
arefin:
আবু হুরায়রা [রাযি] থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ট দিন হল জুমুআর দিন। এই দিনেই আদম [আ] কে সৃষ্টি করা হয়। এদিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করান হয়। এই দিনেই তাঁকে তা থেকে বের করা হয়। আর এই জুমুআর দিনেই কিয়ামত সংঘটিত হবে। {তিরমিযী-৪৮৮}
~~ বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করতে পারেন আর এত মর্যাদাপূর্ণ দিবসের জুমার নামাজ যাতে কারও নিজের বা নিজের বন্ধু বা আত্মীয় স্বজনের ছুটে না যায় এদিকে অবশ্য অবশ্যই খেয়াল রাখতে চেষ্টা করব। আর মেয়েরা জুমার নামাজের আজানের পর বাসায় আওয়াল ওয়াক্তে জোহরের নামাজ আদায় করে নিতে সচেষ্ট থাকি।
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version