Science & Information Technology > ChatGPT

ভার্চ্যুয়াল সহকারীর মতো ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি

(1/1)

Khan Ehsanul Hoque:
ভার্চ্যুয়াল সহকারীর মতো ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি


যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে লিখে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে থাকে চ্যাটবটটি। ভবিষ্যতে লিখিত বার্তার পাশাপাশি প্রশ্ন শুনে মানুষের কণ্ঠে উত্তর দেবে চ্যাটজিপিটি। এর ফলে ভার্চ্যুয়াল সহকারীর মতো চ্যাটজিপিটির কাছ থেকে প্রশ্নের উত্তর জানার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা করা যাবে।


এক ব্লগ বার্তায় ওপেনএআই জানিয়েছে, টেক্সট টু স্পিচ মডেল যুক্ত করা হয়েছে চ্যাটজিপিটিতে। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীর মুখের কথা শনাক্তের পাশাপাশি মানুষের কণ্ঠে প্রশ্নের উত্তর দেবে চ্যাটজিপিটি। চ্যাটবটে মানুষের কণ্ঠস্বর ব্যবহারের জন্য এরই মধ্যে পেশাদার কণ্ঠশিল্পীদের সঙ্গে কাজও শুরু করেছে ওপেনএআই। প্রাথমিকভাবে চ্যাটজিপিটিতে পাঁচ ধরনের কণ্ঠস্বর নির্বাচনের সুযোগ পাওয়া যাবে। মুখের কথা অনুযায়ী কাজ করার পাশাপাশি ছবির বিষয়বস্তুও শনাক্ত করতে পারবে চ্যাটজিপিটি। এর ফলে ছবিতে থাকা তথ্য দ্রুত পর্যালোচনা করে বিভিন্ন কাজ করতে পারবে চ্যাটবটটি।

ওপেনএআইয়ের তথ্যমতে, মুখের কথায় চ্যাটজিপিটিকে প্রশ্ন করার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করা যাবে। এর ফলে প্রয়োজনীয় তথ্য জানা ছাড়াও চ্যাটজিপিটির সঙ্গে চাইলে গল্পও করা যাবে। অর্থাৎ ঘুমানোর আগে গল্প শোনাতে বললে পছন্দের গল্পগুলো শব্দ করে পড়ে শোনাবে চ্যাটজিপিটি।

নতুন এ সুবিধা প্রাথমিকভাবে চ্যাটজিপিটি প্লাস এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। এর ফলে শুধু অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারবেন। উল্লেখ্য, চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের জন্য প্রতি মাসে ২০ ডলার খরচ করতে হয়।

Source: https://www.prothomalo.com/education/higher-education/2jk780

Navigation

[0] Message Index

Go to full version