Faculties and Departments > Others
শিগগিরই চালু হচ্ছে ওপেনএআইয়ের জিপিটি স্টোর
(1/1)
kamruzzaman.bba:
অবশেষে চালু হতে যাচ্ছে ওপেনএআইয়ের তৈরি বহুল প্রতীক্ষিত ‘জিপিটি স্টোর’। জিপিটি বিল্ডার্স ইউজার কমিউনিটির এক ই–মেইলে এ তথ্য জানা গেছে। সেই ই–মেইল বলা হয়েছে, ওপেনএআইয়ের ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার বিভিন্ন চ্যাটবট কেনাবেচার সুযোগ দিতে চালু হচ্ছে জিপিটি স্টোর। আগামী সপ্তাহে অনলাইন স্টোরটি চালু হতে পারে। ফলে এআই কমিউনিটির সদস্যরা একে অপরের তৈরি এআই চ্যাটবট অর্থের বিনিময়ে ব্যবহারের সুযোগ পাবেন।
গত বছর ওপেনএআইয়ের ডেভেলপার সম্মেলনে জিপিটি স্টোর তৈরির ঘোষণা দেওয়া হয়। এই জিপিটি স্টোর চালু হলে চ্যাটজিপিটি প্লাস ও এন্টারপ্রাইজ গ্রাহকেরা তাঁদের কাজের প্রয়োজনে নিজের মতো করে এআই চ্যাটবট তৈরির সুযোগ পাবেন। শুধু তাই নয়, সেগুলো অর্থের বিনিময়ে অন্যরাও ব্যবহার করতে পারবেন। ফলে বিভিন্ন কাজের উপযোগী চ্যাটবট তৈরি করে আয়েরও সুযোগ মিলবে।
জিপিটি স্টোরের উপযোগী চ্যাটবট তৈরির জন্য এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা বিভিন্ন নির্মাতাকে ই–মেইল বার্তা পাঠিয়েছে ওপেনএআই। তবে জিপিটি স্টোরের জন্য তৈরি চ্যাটবটগুলোর মানদণ্ড কী হবে বা সেগুলোর মাধ্যমে কীভাবে অর্থ আয় করা যাবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
Link: https://www.prothomalo.com/technology/jd4vrafpl0
Navigation
[0] Message Index
Go to full version