Religion & Belief (Alor Pothay) > Hadith

হাদীস নং ১

(1/1)

ashraful.diss:
হাদীস নং ১

আসসালামু আলাইকুম, সম্মানিত বন্ধুরা! কেমন আছেন আপনারা? আজ থেকে এখানে আমরা সুন্দর সুন্দর হাদীস পড়ব। আজ পড়ব বুখারী শরীফের এক নম্বর হাদীস। চলুন এবার, হাদিসটা পড়ি-

إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّةِ

অর্থঃ নিশ্চয়ই সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল। (বুখারী, ১;মুসলিম, ১৯০৭)

মানুষ অভ্যাসের বশে অথবা জাগতিক চাহিদার ভিত্তিতে যেসব কাজ করে তা নিয়তের কারণে ইবাদত ও আমলে পরিণত হয়। মানুষ যখন তার নিত্যকার বৈধ ও অভ্যাসমূলক কাজে আল্লাহর নৈকট্য লাভের নিয়ত করে, তখন সেই কাজের মাধ্যমেও সওয়াবের অধিকারী হতে পারে। এখন থেকে যে কোনো ভালো কাজ করার আগে সুন্দর নিয়ত করে নিবো। আল্লাহকে খুশি করার নিয়তে ভালো কাজ করলে অনেক অনেক সাওয়াব পাওয়া যাবে ইনশা আল্লাহ!

চলবে...........................

Navigation

[0] Message Index

Go to full version