সম্পদের ভালো-মন্দ উৎস এবং ভালো-মন্দের গুণগত মান

Author Topic: সম্পদের ভালো-মন্দ উৎস এবং ভালো-মন্দের গুণগত মান  (Read 574 times)

Offline ashraful.diss

  • Full Member
  • ***
  • Posts: 224
  • 'শীঘ্রই রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে'
    • View Profile
    • Daffodil Institute of Social Sciences - DISS

সম্পদের ভালো-মন্দ উৎস এবং ভালো-মন্দের গুণগত মানঃ


সমগ্র বিশ্ব এবং তার সমস্ত দেশ ও জাতি যেমন অর্থের জন্য জীবনের প্রয়োজনীয়তা ও দিকনির্দেশনা নিয়ে একমত, তেমনিভাবে এটাও একমত যে তা অর্জনের কিছু উপায় কাম্য ও জায়েজ, কিছু অপছন্দ ও নিষিদ্ধ, যেমন চুরি, ডাকাতি, জালিয়াতি, প্রতারণাকে সারা বিশ্ব খারাপ বলে মনে করে, কিন্তু এই উৎসগুলির বৈধতা বা অবৈধতার কোনও সঠিক মানদণ্ড সাধারণভাবে মানুষের হাতে নেই, এবং এটি মানুষের হাতে থাকতেও পারে না, কেননা এটি সমগ্র বিশ্বের মানুষের কল্যাণের সাথে সম্পর্কিত এবং সমগ্র বিশ্ব মানবতা এর দ্বারা প্রভাবিত হয়, এর সঠিক ও যুক্তিসঙ্গত মান শুধুমাত্র সেই হতে পারে যা বিশ্বজগতের প্রভুর কাছ থেকে প্রেরিত হয়েছে, অন্যথায়, যদি মানুষ নিজেই এর মান তৈরি করতে স্বাধীন হয়, তাহলে যারা এর আইন তৈরি করবে তারা তাদের জাতি বা তাদের দেশ বা তাদের গোষ্ঠী সম্পর্কে যা কিছু ভাববে তা সাধারণ অভ্যাস অনুসারে তা থেকে ভিন্ন হবে যা অন্য জাতি এবং দেশ সম্পর্কে ভাববে এবং আন্তর্জাতিক সম্মেলনের আকারে যদি সারা বিশ্বের প্রতিনিধিত্ব করা হয় তাহলে অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে তারা সমগ্র সৃষ্টিকে সন্তুষ্ট করার উপায় হতে পারে না, যার ফলশ্রুতিতে এই আইন অন্যায় যুদ্ধ, কলহ ও দুর্নীতিতে রূপ নেবে।

চলবে.................................


Source: Own Bengali translation (from Mal-e-Haram Urdu Kitab)
« Last Edit: May 16, 2024, 12:18:14 PM by ashraful.diss »
Hafez Maulana Mufti. Mohammad Ashraful Islam
Sr. Ethics Education Teacher
Daffodil Institute of Social Sciences - DISS