Religion & Belief (Alor Pothay) > Hadith

হাদীস নং ২

(1/1)

ashraful.diss:
হাদীস নং ২
বন্ধুরা, মন দিয়ে শুনুন! শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন জানেন? তিনি বলেছেন,

إِنَّمَا الْأَعْمَالُ بِالْخَوَاتِيمِ

অর্থঃ সকল কাজ সমাপ্তির ওপর নির্ভরশীল (বুখারী, ৬৬০৭)

এ হাদীস থেকে আমরা কী শিখলাম? আমরা শিখলাম, কোনো কাজ সুন্দরভাবে শেষ করতে পারলেই আমরা ভালো ফলাফল পাব। এখন থেকে আপনারা সব কাজ সুন্দরভাবে শেষ করবেন। তা হলেই আল্লাহ আপনাদের ভালো কাজটা পছন্দ করবেন। মনে থাকবে তো, বন্ধুরা?

চলবে.................................

Navigation

[0] Message Index

Go to full version