Religion & Belief (Alor Pothay) > Hadith
হাদীস নং ৪
(1/1)
ashraful.diss:
হাদীস নং ৪
বন্ধুরা মনে আছে তো আপনাদের? নবিজির কথামতো দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কিন্তু কিভাবে নামাজ আদায় করবেন? যেভাবে মন চায় সেভাবে নামাজ পড়লেই কি হবে? না, বন্ধুরা! নামাজ পড়তে হবে নবিজির মতো। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
صلوا كما رأيتموني أصلي
অর্থঃ তোমরা সেভাবে নামাজ আদায় করো, যেভাবে আমাকে আদায় করতে দেখেছ। (বুখারী, ৬৩১)
তাই, নবিজি যেভাবে নামাজ আদায় করেছেন আপনারাও সেভাবে নামাজ আদায় করবেন। তা হলেই আল্লাহ নামাজ কবুল করবেন। আল্লাহ সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমীন!
চলবে..........................................
Navigation
[0] Message Index
Go to full version