Religion & Belief (Alor Pothay) > Hadith
হাদীস নং ৬
(1/1)
ashraful.diss:
হাদীস নং ৬
বন্ধুরা, তোমাদের যখন কোনোকিছুর প্রয়োজন হবে, তখন সবার আগে আল্লাহর কাছে চাইবে। তার কাছে দু’আ করবে। দু’আ করলে আল্লাহ অনেক খুশি হন। তা ছাড়া দু’আ একটি ইবাদাত। আমাদের নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
الدعاء هو العبادة
অর্থঃ দু’আ হলো ইবাদাত। (আবূ দাউদ,১৪৭৯;তিরমিযি, ২৯৬৯; ইবনু মাজাহ, ৩৮২৮)
আল্লাহর ইবাদাত না করলে যেমন তিনি অসন্তুষ্ট হন, তেমনি তাঁর কাছে দু’আ না করলেও তিনি অসন্তুষ্ট হন। তাই তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দু’আ করবে।
চলবে..........................................
Navigation
[0] Message Index
Go to full version