তাতে চিকিৎসার ব্যবস্থা ও সতর্কতা

Author Topic: তাতে চিকিৎসার ব্যবস্থা ও সতর্কতা  (Read 648 times)

Offline ashraful.diss

  • Full Member
  • ***
  • Posts: 224
  • 'শীঘ্রই রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে'
    • View Profile
    • Daffodil Institute of Social Sciences - DISS

তাতে চিকিৎসার ব্যবস্থা ও সতর্কতা
 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে নিজেও ঔষুধ সেবন করতেন এবং মানুষকে চিকিৎসার পরামর্শ দিতেন। তিনি বলতেন, হে আল্লাহর বান্দাগণ! কি ঔষুধ দিতে হবে, কারণ আল্লাহ প্রত্যেক রোগের নিরাময় দিয়েছেন, একটি রোগ ছাড়া, লোকেরা জিজ্ঞাসা করল এটি কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "খুব বার্ধক্য।" (তিরমিজি) (জাদুল-মাআদ)

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসুস্থ ব্যক্তিকে একজন দক্ষ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার নির্দেশ দিতেন এবং বিরত থাকার নির্দেশ দিতেন। (জাদুল-মাআদ)

তিনি হারাম জিনিসকে ঔষুধ হিসেবে ব্যবহার করতে নিষেধ করতেন এবং তাকে উপদেশ দিতেন যে, আল্লাহ হারাম জিনিসে তোমাদের জন্য আরোগ্য রাখেননি (জাদুল-মাআদ)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: অসুস্থ হওয়ার আগে স্বাস্থ্য থেকে কিছু উপকার নাও এবং মৃত্যুর আগে তোমার জীবনের ফল কাটাও।

উপকারিতা: এর অর্থ হ'ল আপনি আপনার স্বাস্থ্য ও জীবনকে ধন হিসাবে বিবেচনা করুন এবং ভাল কাজে বিনিয়োগ করুন, অন্যথায় অসুস্থতা এবং মৃত্যুতে কিছুই সম্ভব হবে না।

চলবে....................................


Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)
Hafez Maulana Mufti. Mohammad Ashraful Islam
Sr. Ethics Education Teacher
Daffodil Institute of Social Sciences - DISS