Religion & Belief (Alor Pothay) > Hadith
হাদীস নং ৯
(1/1)
ashraful.diss:
হাদীস নং ৯
উত্তম চরিত্র মুমিনের পাথেয়। বাবা-মা, ভাই-বোন, আত্নীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সকলের সাথে উত্তম আচরণ করলে আল্লাহ খুশি হন।। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
الْبِرُّ حُسْنُ الْخُلُقِ
অর্থঃ উত্তম চরিত্রই হলো পুণ্য। (মুসলিম, ২৫৫৩; তিরমিযি, ২৩৮৯)
তোমরাও সকলের সাথে উত্তম আচরণ করবে। সব সময় উত্তম চরিত্রের অধিকারী হতে চেষ্টা করবে।
চলবে....................................
Navigation
[0] Message Index
Go to full version