« on: May 30, 2024, 10:12:41 AM »
অসুবিধাই পদত্যাগের কারণ
মুহাম্মাদ বিন খালিদ সালামী (রা.) তার পিতা থেকে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে, একজন মুমিন বান্দার জন্য আল্লাহ তায়ালা উচ্চ মর্যাদা নির্ধারণ করবেন যা সে তার কর্ম দ্বারা উত্তীর্ণ হতে পারে না,তাই আল্লাহ তায়ালা তাকে কিছু শারীরিক বা আর্থিক কষ্ট বা তার সন্তানদের কাছ থেকে কিছু ধাক্কা বা পেরেশানী ভোগ করেন, তারপর তিনি তাকে ধৈর্য ধরতে দেন। এমনকি এইসব যন্ত্রণা ও কষ্টের (এবং তাদের সহ্য করার) কারণে তাকে সেই উচ্চ অবস্থানে নিয়ে আসা হয় যা তার জন্য পূর্ব নির্ধারিত ছিল। (মাআরিফুল হাদীস, মুসনাদে আহমাদ, সুনানে আবি দাউদ)
হজরত আবু সাঈদ খুদরি (রা.) রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করেন, একজন মুমিনের ওপর যে কোনো অসুস্থতা, যত কষ্টই হোক, যত দুঃখই হোক এবং যত যন্ত্রণাই আসুক না কেন, এমনকি কাঁটা বিঁধলেও আল্লাহ তায়ালা এসবের মাধ্যমে তার গুনাহগুলোকে পরিষ্কার করে দেন। (সহীহ বুখারী ও মুসলিম, মাআরিফুল হাদীস)
চলবে....................................
Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)

Logged
Hafez Maulana Mufti. Mohammad Ashraful Islam
Sr. Ethics Education Teacher
Daffodil Institute of Social Sciences - DISS