« on: June 01, 2024, 01:27:27 PM »
বিউটি পার্লারের ক্ষতিসমূহ
বিউটি পার্লারে গিয়ে আবিস্কৃত আধুনিক ফ্যাশন ও রূপচর্চা অবলম্বন করার ফলে মহিলাদের চেহারা, শরীর ও চুলের প্রাকৃতিক সৌন্দর্য ও লাবণ্যতা নষ্ট হয়ে যায়। ফলে নানাবিধ ক্ষতির আশংকা থাকে। এ বিষয়ে কায়রো মেডিক্যাল কলেজের প্রফেসর ডাঃ আবদুল মুনয়ীম সাহেবের লিখিত রিপোর্ট প্রনিধান যোগ্য।
" বিউটি পার্লারে গিয়ে চুল সেটিং করা, ইউরোপীয় ফ্যাশন পদ্ধতিতে চুলকে নানা রঙ্গে রঙ্গিন করা, চুল পরিস্কার করা ও এতে স্টাইল বা ডিজাইন করার জন্য যে সেটিং মেশিন ও বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় এসব দ্রব্যে এমন সব পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যা চুলের জন্য অত্যান্ত ক্ষতিকর। কোন ভাবেই মহিলাদের জন্য এসকল জিনিস ব্যবহার করা উচিৎ নয়। এরুপ কৃত্রিম সৌন্দর্য অবলম্বন করা থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন।
অনেক মহিলাদের জানা নেই যে, প্রকৃতিক বিরুদ্ধে জোর জবরদস্তি করে কৃত্রিম পদ্ধতিতে চুল সাজানোর পশ্চাতে কি কি ক্ষতিকর দিক রয়েছে। এভাবে ডিজাইন করার ফলে চুলের শেকড় যথেষ্ট আক্রান্ত হয়। ফলে চুলের শেকড়ের পরিমিত রক্ত সঞ্চালিত হতে পারেনা, তাই শেকড় দুর্বল হয়ে পড়ে, দ্রুত চুল ঝরতে থাকে। বিউটি পার্লারে ফ্যাশন, হেয়ার কাটিং, ড্রেসিং, থ্রেডিং, ব্রোসিং, আইভ্রু, আপার লিউজ ইত্যাদি ব্যবহারকারী মহিলাদেরকে বাহ্যিক দৃষ্টিতে কিছু দিনের জন্য মনোরোমা রুপসী মনে হয়। কিন্তু পরবর্তীতে এর পার্শ্ব প্রতিক্রিয়ায় তাদেরকে আজীবন দুঃখজনক পরিণতির স্বীকার হতে হয়। ফলে স্বামীর আন্তরিক ভালোবাসা ও হৃদ্যতার স্থলে অসহনীয় অবজ্ঞা ও ঘৃণার পাত্রে পরিণত হতে হয়।
চলবে................................................

Logged
Hafez Maulana Mufti. Mohammad Ashraful Islam
Ethics Education Teacher, DISS
Khatib, Central Mosque, Daffodil Smart City
Ashulia , Savar, Dhaka