Religion & Belief (Alor Pothay) > Islam & Science

রোগীদের সাথে দেখা করা এবং এর ফজিলত

(1/1)

ashraful.diss:

রোগীদের সাথে দেখা করা এবং এর ফজিলত
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান অন্য মুসলমানের সাথে যদি সকালে দেখা করে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার জন্য সতেরো হাজার ফেরেশতা দোয়া করেন, আর যদি সে সন্ধ্যায় অন্য মুসলমানের সাথে দেখা করে তাহলে সকাল পর্যন্ত সতেরো হাজার ফেরেশতা তার জন্য দোয়া করেন।

সাহাবীদের মধ্যে যে কেউ অসুস্থ হয়ে পড়তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যেতেন। (জাদুল-মাআদ)

হজরত সাওবান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুমিন যখন তার মুমিন ভাইকে দেখতে যায়, তখন সে যেন জান্নাতের বাগানে থাকে যতক্ষণ না সে ফিরে আসে। (সহীহ মুসলিম শরিফ)

হজরত উম্মে সালামা (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমরা যখন কোনো অসুস্থ বা মৃত ব্যক্তির কাছে যাও, তখন তার সঙ্গে ভালো কথা বল, কারণ, আপনি যাই কিছু বলেন না কেন, ফেরেশতারা তার উপর আমীন বলেন। (মুসলিম, মিশকাত)

হজরত ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, তখন তাকে বল তোমার জন্য দোয়া করতে, এই জন্য যে তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো।’ (ইবনে মাজাহ, মিশকাত)

চলবে....................................

Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)

Navigation

[0] Message Index

Go to full version