Religion & Belief (Alor Pothay) > Hadith

হাদীস নং ১২

(1/1)

ashraful.diss:
হাদীস নং ১২
মুসলিমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আবার প্রত্যেক মুসলিম পরস্পরের ভাই। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ

অর্থঃ মুসলিম মুসলিমের ভাই। (বুখারী, ২৪৪২;মুসলিম,২৫৬৪)

অর্থাৎ, এক ভাই যেমন তার অপর ভাইয়ের প্রতি সহানুভূতিশীল হয়, তেমনি একজন মুসলিমের উচিত আরেক মুসলিমের প্রতি সহানুভূতিশীল হওয়া।

চলবে.............................................

Navigation

[0] Message Index

Go to full version