Religion & Belief (Alor Pothay) > Hadith
হাদীস নং ১৩
(1/1)
ashraful.diss:
হাদীস নং ১৩
আচ্ছা, এলোমেলো চুল আঁচড়াবার জন্য আপনারা আয়না দেখেন না? তেমনি মুমিনের কাজেকর্মে কোনো ভুল হলে সেটা শোধরানোর জন্যও অনেক সময় আয়নার প্রয়োজন হয়। আর মুমিনের আয়না হলো আরেকজন মুমিন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
الْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ
অর্থঃ মুমিন মুমিনের আয়নাস্বরুপ। (আবু দাউদ, ৪৯১৮)
আপনাদের কোনো বন্ধুর ভুল দেখলে সুন্দরভাবে গোপনে তার ভুলটা ধরিয়ে দেবেন। আপনারা তার আয়না হয়ে যাবেন।
চলবে...................................................
Navigation
[0] Message Index
Go to full version