Religion & Belief (Alor Pothay) > Hadith
হাদীস নং ১৫
(1/1)
ashraful.diss:
হাদীস নং ১৫
আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ হাদীস শিখব। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
التَّقْوَى هَا هُنَا
অর্থঃ তাকওয়া এখানে। (এই বলে তিনি ৩ বার বুকের দিকে নির্দেশ করলেন) (মুসলিম,২৫৬৪)
অর্থাৎ, তাকওয়া বা আল্লাহর ভয় লম্বা জুব্বা বা সুন্দর টুপিতে থাকে না। তাকওয়া থাকে মানুষের অন্তরে। যার অন্তরে তাকওয়া আছে, কেবল তাকেই মুত্তাকী বা পরহেযগার বলা হয়।
চলবে........................................
Navigation
[0] Message Index
Go to full version