Religion & Belief (Alor Pothay) > Hadith
হাদীস নং ১৭
(1/1)
ashraful.diss:
হাদীস নং ১৭
অহেতুক রাগ করা একটি মন্দ স্বভাব। রাগ মানুষকে ধ্বংস করে দেয়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
لاَ تَغْضَبْ
অর্থঃ রাগ কোরো না (বুখারী,৬১১৬;তিরমিযি,২০২০)
নবিজির এই অসিয়ত তোমরাও মেনে চলবে। অযথা কারও সাথে রাগ করবে না।
চলবে...............................................................
Navigation
[0] Message Index
Go to full version