Religion & Belief (Alor Pothay) > Islam & Science
যখন মৃত্যুর লক্ষণ দেখা দিতে থাকে
(1/1)
ashraful.diss:
যখন মৃত্যুর লক্ষণ দেখা দিতে থাকে
হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: মৃতকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে উপদেশ দাও। (সহীহ মুসলিম, মাআরিফুল হাদীস)
হজরত মুআকাল ইবনে ইয়াসার (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা তোমাদের মৃতদের (নিকটবর্তী রোগীদের) ওপর সূরা ইয়াসিন পাঠ কর।(মাআরিফুল হাদীস, মুসনাদে আহমাদ, সুনানে আবি দাউদ, সুনানে ইবনে মাজাহ)
চলবে………………………………………………………………
Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)
Navigation
[0] Message Index
Go to full version