General Category > Common Forum
আধিরা !
(1/1)
Mohammad Nazrul Islam:
আধিরা আমার কল্পলতা
দিনহীনা এক চয়ন,
হৃদিতার প্রাণ বায়ুকোষ,
পরম ব্রত স্বয়ং।।
আখি নীড়ের সখি, সে
-কল্প, তরু, মায়া,
অগ্নি ঝড়া নগ্ন দিনের
মেঘ, বৃষ্টি, ছায়া।।
জীবন চলার গতি ধারা
নিত্য সত্য, গিরি,
চিতায় পড়া ভস্মভুত
ধুম-স্বর্গের সিড়িঁ।।
ভাসাঁর ভেলায়,
-তুলসি তলা,
চিন্ময়ী এক ধরা,
জন্ম-মৃত্যুর চক্রবেদী
ভাঙ্গা খেলা গড়া।।
Navigation
[0] Message Index
Go to full version