কাফেলা !

Author Topic: কাফেলা !  (Read 322 times)

Offline Mohammad Nazrul Islam

  • Full Member
  • ***
  • Posts: 184
  • Test
    • View Profile
কাফেলা !
« on: July 30, 2024, 10:11:32 AM »

জাগরণি এক সুর উঠেছে
স্বাক্ষ্য দিতে সত্য,
আয়.রে অরুন, আয়.রে তরুণ
মরণে হই মত্ত।।

রাজাকারের গালিতে মাখা
পবিত্র দেহ আজ,
ঘিরে ধরেছে- স্বৈরাচারী
চিল-শকুনি-বাজ।।

আমার বক্ষ্য, আমার লক্ষ্য
স্বাধীন সূর্যের আলো,
-মুক্তির নেশায়, রাজপথে ঐ
প্রতিবাদী মশাল জ্বালো।

নিশি রাতের অন্ধকারে,
খেলতে মরণ খেলা,
মুক্ত পথের যুক্তিতে- হও
ক্ষুদি রামের চেলা।।

পরাধিনতার এই জীবনে
লাভ কি তরুন বেঁচে?
নন্দীতাতে নৃত্য আসুক
জীবন দিতে হেঁসে।।

নাইবা থাকুন, নাইবা রাখুন
শিকলে বাঁধা প্রাণ-
মুক্তপথে উড়ে বেড়াক,
-শহীদি কাফেলার গান।।