বছর ঘুরে আবার এলো ৮ই ফালগুন..

Author Topic: বছর ঘুরে আবার এলো ৮ই ফালগুন..  (Read 2182 times)

Offline MEGH

  • Jr. Member
  • **
  • Posts: 54
    • View Profile
সালাম জানাই সেই "শহীদ"দের, যারা দিয়েছে বর্ণমালা,
কোটি প্রাণের বুকের ভেতর, বিশ্বকবির "সোনার বাংলা"।
শ্রদ্ধা জানাই সেই "বীর"দের, যারা দিয়েছে জীবন,
যাদের জন্য এই দুনিয়ায়, "বাংলা" পেয়েছে আসন।
ভালোবাসা সেই "ভাই"দের, যারা এনেছে বার্তা,
নিজের ভাষায় নিজের মা কে, "মা" ডাকার স্বাধীনতা......