Students' Affairs (DSA Office) > Events & Activities
Heart for Humanity 2024
(1/1)
Fahmi Hasan:
আত্মতৃপ্তি মনে হয় একেই বলে!
দেশের বিভিন্ন জেলা আকস্মিকভাবে বন্যা কবলিত হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে। ক্লাবগুলো নেতৃত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দের কাছ থেকে চারদিনব্যাপী তহবিল সংগ্রহ করে। সংগৃহীত তহবিল দিয়ে নিজেরাই বন্যার্তদের জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী এবং ঔষধসামগ্রী যোগাড় করে। এরমধ্যে কিছু ঔষধসামগ্রী এসএমসি ফার্মাসিউটিক্যাল, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর পক্ষ থেকেও স্পন্সর করা হয়। সংগৃহীত সব সামগ্রী নিয়ে ৩০ আগষ্ট ২০২৪ তারিখে সারাদিন- রাতব্যাপী প্যাকিং করে আমাদের শিক্ষার্থীরা।
অবশেষে ৩০ আগষ্ট রাতে বিশ্ববিদ্যালয় থেকে ২৩ জনের একটি দল লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ৩১ আগষ্ট সকালে সেখানে পৌঁছেই কমলনগর উপজেলার ৭টি প্রত্যন্ত গ্রামে শিক্ষার্থীরা হাঁটু ও বুক সমান পানি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ত্রাণসামগ্রীগুলো নিজহাতে বন্যার্তদের বাসস্থানে পৌঁছে দেয়। সারাদিনব্যাপী বন্যার পানিতে ভিজে আমাদের শিক্ষার্থীরা সেইদিন ঐসব এলাকার বন্যার্তদের দুর্বিষহ জীবন সামনে থেকে দেখেছে, তাদের সাহায্যে কাজ করেছে। সেইসাথে সেইসব মানুষের কাছ থেকে পেয়েছে প্রাণভরে দোয়া ও ভালোবাসা।
জাতীয় যেকোন দুর্যোগে আমাদের তরুণ শিক্ষার্থীরা সবসময় স্বেচ্ছায় এগিয়ে এসেছে এবং কাজ করে যাচ্ছে। নব বিপ্লবের সুরে তরুণ -যুবাদের দেশের ক্রান্তিকালে স্বতঃস্ফূর্ত আত্মনিয়োগ আমাদের বরাবরই আশাবাদী করে তোলে।
#HeartforHumanity #HeartforHumanity2024 #DIUClubs #Flood2024
Navigation
[0] Message Index
Go to full version