Students' Affairs (DSA Office) > Events & Activities

"ক্যাম্পাসে কাঁঠাল উৎসব- ২০২৪"

(1/1)

Fahmi Hasan:
☀️ মধুমাস, জ্যৈষ্ঠমাসে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গাছে গাছে জাতীয় ফল কাঁঠালের মহাসমারোহ। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ক্যাম্পাসে কাঁঠাল পরিবেশন করতে আমরা প্রতিবারের মতো এবারো আয়োজন করেছি ২ দিনব্যাপী "ক্যাম্পাসে কাঁঠাল উৎসব"। গত ৫-৬ জুন ২০২৪ তারিখে বনমায়ায় আয়োজিত হয়েছে "ক্যাম্পাসে কাঁঠাল উৎসব- ২০২৪"।
📅 তারিখ- ৫ এবং ৬ জুন ২০২৪
⏰ সময়- সকাল ১১ঃ০০ টা থেকে দুপুর ১২ঃ০০ টা এবং দুপুর ২ঃ০০ টা থেকে ৩ঃ০০ টা
🏞 স্থান- বনমায়া, ড্যাফোডিল স্মার্ট সিটি

Navigation

[0] Message Index

Go to full version