Help & Support > Common Forum/Request/Suggestions

এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন?

(1/1)

ashraful.diss:

এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন?
ফোরামের এই শান্ত সন্ধ্যায়, আসুন আমরা জীবনের এক গভীর সত্য নিয়ে কিছুক্ষণ ভাবি। এই যে জগত, যেখানে আমরা হাসি, কাঁদি, স্বপ্ন দেখি, অর্জন করি – এই দুনিয়ায় আমরা কতদিন থাকব? একটু থমকে ভাবুন তো।

আমাদের জীবন যেন এক ক্ষণিকের অতিথি। এক পথিক, যে পথ চলতে চলতে কোথাও একটু বিশ্রাম নেয়, আবার গন্তব্যের পানে যাত্রা করে। এই পৃথিবীর চাকচিক্য, এর সম্পদ, এর ক্ষমতা – সবই ক্ষণস্থায়ী। আজ যা আমার, কাল তা অন্যের হতে পারে। কালের স্রোতে সবকিছু ভেসে যায়, ধুয়ে যায়।

আমরা কত মায়া জড়াই এই পৃথিবীর সাথে। সুন্দর বাড়ি, দামি গাড়ি, অগুনতি সম্পর্ক – কত কিছুর পেছনে আমরা ছুটে চলি। কিন্তু একবারও কি গভীরভাবে ভেবে দেখেছি, যখন ডাক আসবে, তখন এসব কিছুই কি সাথে যাবে? এই ধন-সম্পদ, এই আত্মীয়-পরিজন – সবাই তো এই পৃথিবীতেই রয়ে যাবে।

আমাদের জীবনটা একটা পদ্মপাতার জলের মতো। টলমল করছে, একটু বাতাসেই পড়ে যাবে। কখন যে এই নশ্বর দেহের বাঁধন ছিঁড়ে যাবে, তা আমরা কেউই জানি না। অথচ আমরা কত অহংকারে মত্ত থাকি, কত অন্যায় করি, কত মানুষের মনে কষ্ট দেই।

আসুন, আমরা একটু আত্মসমালোচনা করি। এই অল্প সময়ের জীবনে আমরা কী করছি? শুধু কি নিজের সুখ-স্বাচ্ছন্দ্য আর ভোগ-বিলাসের পেছনে ছুটছি? নাকি এমন কিছু করছি যা এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও টিকে থাকবে?

আমাদের মনে রাখা উচিত, এই জীবন একটা সুযোগ। ভালো কাজ করার সুযোগ, মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ, ভালোবাসা বিলিয়ে দেওয়ার সুযোগ। আমরা যদি এই সুযোগ হেলায় হারাই, তাহলে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না।

আসুন, আমরা এই ক্ষণস্থায়ী জীবনের গুরুত্ব বুঝি। প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করি। এমন কিছু কাজ করে যাই, যা আমাদের মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ভালোবাসা, সহানুভূতি আর সততার আলোয় আলোকিত করি আমাদের পথ।

মনে রাখবেন, এই মিছে দুনিয়ায় আমরা বেশি দিন থাকব না। তাই আসুন, আমরা এমন কিছু করে যাই, যা আমাদের পরকালের পাথেয় হবে। যা আমাদের আত্মাকে শান্তি দেবে।

Navigation

[0] Message Index

Go to full version