দলিল বড়, রেকর্ড বড় নাকি দখল বড় — কে হবে জমির আসল মালিক?

Author Topic: দলিল বড়, রেকর্ড বড় নাকি দখল বড় — কে হবে জমির আসল মালিক?  (Read 11 times)

Offline Imrul Hasan Tusher

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 198
  • Test
    • View Profile
    • Looking for a partner for an unforgettable night?
দলিল বড়, রেকর্ড বড় নাকি দখল বড় — কে হবে জমির আসল মালিক?


বাংলাদেশে ভূমি সংক্রান্ত বিরোধের সবচেয়ে জটিল প্রশ্নগুলোর একটি হলো— “দলিল বড়, রেকর্ড বড়, নাকি দখল বড়?” অনেক সময় দেখা যায়, একটি জমিতে একজনের দখল, অন্যজনের নামে দলিল, আবার তৃতীয় জনের নামে রেকর্ড থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে— আইন অনুযায়ী জমির প্রকৃত মালিক কে?

আইন বিশেষজ্ঞদের মতে, জমির মালিকানা নির্ধারণে তিনটি বিষয়— রেকর্ড, দলিল ও দখল —এর প্রতিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে কোনটি “বড়” হবে তা নির্ভর করে তাদের আইনি ধারাবাহিকতা ও প্রমাণের শক্তির উপর।

রেকর্ড বড়, যদি সেটি সিএস ধারাবাহিকতার অংশ হয়
বাংলাদেশে ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত একাধিক ভূমি রেকর্ড তৈরি হয়েছে— সিএস, এসএ, আরএস, বিএস, সিটিজ এবং সর্বশেষ বিডিএস (বাংলাদেশ ডিজিটাল সার্ভে)।

বিশেষজ্ঞদের মতে, সিএস (Cadastral Survey) রেকর্ড হচ্ছে মূল ভিত্তি। যদি কোনো জমির মালিকানার চেইন সিএস রেকর্ড থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ঠিকভাবে বজায় থাকে, তবে সেই রেকর্ডই সর্বোচ্চ প্রমাণ হিসেবে গণ্য হবে।

তবে শুধু রেকর্ড থাকলেই হবে না— সেই রেকর্ডের ধারাবাহিকতা প্রমাণ করতে হবে এবং প্রয়োজন হলে আদালতের মাধ্যমে পরবর্তী রেকর্ড সংশোধন করতে হবে।

দলিল বড়, যদি মালিকানার চেইন বৈধ থাকে
দলিল মানে ক্রয় বা দান ইত্যাদির মাধ্যমে মালিকানা অর্জনের দলিল।
তবে দলিল বৈধ প্রমাণ করতে হলে দেখতে হবে—

যিনি জমি বিক্রি করেছেন, তিনি আসল মালিক ছিলেন কিনা,

এবং তার মালিকানা সিএস রেকর্ডের ধারাবাহিকতায় বৈধভাবে এসেছে কিনা।

যদি বিক্রেতার নিজস্ব মালিকানা না থাকে বা সিএস রেকর্ডের ধারাবাহিকতা ভেঙে যায়, তাহলে সেই দলিল আদালতে টিকবে না।

অন্যদিকে, যদি জমিদারের কাছ থেকে পত্তনি বা বন্দোবস্তকৃত দলিল হয়, এবং সেই ভিত্তিতে বিক্রয় করা হয়ে থাকে— তবে দলিলটি আইনি শক্তি পাবে।

দখল বড়, যদি তা ১২ বছর বৈধভাবে অব্যাহত থাকে
বাংলাদেশের তামাদি আইন (Limitation Act) অনুযায়ী, কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি নিরবিচ্ছিন্নভাবে ১২ বছর দখল করে থাকেন, এবং মালিক সেই সময়ে কোনো মামলা না করেন, তাহলে দখলকারী “অধিকারপ্রাপ্ত মালিক” হিসেবে গণ্য হতে পারেন।

তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে—

দখলটি প্রকাশ্য হতে হবে, গোপন নয়,

দখল অবৈধভাবে হলেও ধারাবাহিক হতে হবে,

সম্পত্তির উপর কোনো মামলা চলমান থাকা যাবে না।

অর্থাৎ, শুধু দখলে থাকলেই হবে না, আইনের নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।

তাহলে কে হবে আসল মালিক?
বিশেষজ্ঞদের মতে, জমির আসল মালিক তিনি—

যিনি সিএস রেকর্ড থেকে শুরু করে সর্বশেষ রেকর্ড পর্যন্ত ধারাবাহিক মালিকানা বজায় রেখেছেন,
যার কাছে বৈধ দলিল রয়েছে, এবং
যিনি আইনি বা বাস্তবভাবে দখল প্রমাণ করতে পারেন।
তবে একটিকে অন্যটির বিকল্প ভাবলে ভুল হবে।
কারণ— দলিল, রেকর্ড ও দখল তিনটিই মিলেই জমির মালিকানা নির্ধারণ করে।

ভূমি আইনজীবীরা পরামর্শ দেন—

জমি কেনার আগে অবশ্যই সিএস রেকর্ড থেকে শুরু করে বর্তমান রেকর্ড পর্যন্ত চেইন অব টাইটেল পরীক্ষা করতে হবে। শুধু দলিল বা দখল দেখে জমি কেনা বিপজ্জনক হতে পারে।

Source: https://www.dailyjanakantha.com/law/news/867629
Imrul Hasan Tusher
Senior Administrative Officer
Office of the Chairman, BoT
Cell: 01847334718
Phone: +8809617901233 (Ext: 4013)
cmoffice2@daffodilvarsity.edu.bd
Daffodil International University