Religion & Belief (Alor Pothay) > Hadith
One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)
arefin:
আবূ হোরায়রা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত হয়েছে- নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
যে ব্যক্তি দুনিয়াতে কোন মুমিনের দুঃখ দূর করে দেয়, আল্লাহ্ কেয়ামতের দিন তার দুঃখ দূর করে দিবেন। যে ব্যক্তি কোন বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দেয়, আল্লাহ্ দুনিয়াতে ও আখেরাতে তার বিপদ দূর করে দিবেন। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ্ দুনিয়া ও আখেরাতে তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। যে বান্দা আপন ভাইকে সাহায্য করবে, আল্লাহ্ সে বান্দাকে সাহায্য করবেন। যে ব্যক্তি জ্ঞান লাভের জন্য রাস্তা অতিক্রম করে, আল্লাহ্ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। যেসব লোক আল্লাহর ঘরসমূহের মধ্যে কোন ঘরে (অর্থাৎ, মসজিদে) সমবেত হবে, কুরআন পড়বে, সকলে মিলিত হয়ে তার শিক্ষা নেবে ও দেবে, তাদের উপর অবশ্যই প্রশান্তি অবতীর্ণ হবে, রহমত তাদের ঢেকে নেবে, ফিরিশ্তাগণ তাদের ঘিরে থাকবে আর আল্লাহ্ তাদের কথা এমন সকলের মধ্যে উল্লেখ করবেন যারা তাঁর কাছে উপস্থিত। যে ব্যক্তি আপন কাজে অলস তার বংশ পরিচয় তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।
[মুসলিম: ২৬৯৯]
arefin:
হযরত আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত,তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি গুণ মুমিন ছাড়া কারো মাঝে পাওয়া যায় না-
১) নীরব থাকা
২)বিনয়াবনত হওয়া
৩)আল্লাহর জিকির করা
৪)কারো ক্ষতি না করা।
{মুসতাদারেক হাকিমঃ ৪/৩১১, তারগীব ওয়া তারহীবঃ ৩/৫৩৪, মাজমাউয যাওয়ায়েদঃ ১০/২৮৫}
jas_fluidm:
very important to know
arefin:
Not very important to know....It is most important to follow.
arefin:
হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত,তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি-" এক ব্যক্তি গুনাহ করল।তারপর সে বলল হে আমার প্রতিপালক! আমি তো গোনাহ করে ফেলেছি। আমাকে তুমি মাফ করে দাও। তার প্রতিপালক বললেনঃ আমার বান্দা কি একথা জেনেছে যে, তার একজন প্রতিপালক রয়েছে যিনি গোনাহ মাফ করে দেন এবং এর জন্য শাস্তিও দেন। আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। তারপর সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছুকাল অবস্থান করল এবং সে আবারো গোনাহতে লিপ্ত হল।বান্দা আবার বলল, হে আমার প্রতিপালক! আমি তো আবার গোনাহ করে বসেছি, আমার এ গুনাহ তুমি ক্ষমা করে দাও। এর প্রেক্ষিতে আল্লাহ্ পাক বললেনঃ আমার বান্দা কি একথা জেনেছে যে, তার একজন প্রতিপালক রয়েছে যিনি গোনাহ মাফ করে দেন এবং এর জন্য শাস্তিও দেন। আমি আমার বান্দার গোনাহ মাফ করে দিয়েছি এরপর সে বান্দা আল্লাহর ইচ্ছায় কিছুকাল সে অবস্থায় অবস্থান করল।আবারো সে গুনাহতে লিপ্ত হয়ে গেল।সে বলল, হে আমার প্রতিপালক! আমি তো আরো একটি গুনাহ করে ফেলেছি। আমার এ গুনাহ তুমি ক্ষমা করে দাও। তখন আল্লাহ্ তা'আলা বললেন,আমার বান্দা কি একথা জেনেছে যে, তার একজন প্রতিপালক রয়েছে যিনি গোনাহ মাফ করে দেন এবং এর জন্য শাস্তিও দেন। আমি আমার এ বান্দাকে ক্ষমা করে দিলাম। এরূপ তিনবার বললেন। "
{সহীহ বুখারী, হাদিসঃ ৬৯৯৮}
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version