হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ্ব করে এবং হজ্বের প্রক্কালে অশ্লীল কথা ও কাজ এবং পাপ থেকে বিরত থাকে, সে মায়ের পেট থেকে জন্মগ্রহণের দিনের মত নিষ্পাপ হয়ে ফিরে আসে।
এ হাদীসটি নিম্ন বর্ণিত হাদীসের কিতাবে বর্ণিত
১-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-১৭৮৩
২-সহীহ বুখারী, হাদীস নং-১৪৪৯২
৩-সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-১২৩৩
৪-শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৮৮
৫-মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৬১৯৮
৬-মুসনাদে আহমাদ, হাদীস নং-৭৩৮১
৭-মুসনাদে ইবনুল জা’দ, হাদীস নং-৮৯৬
৮-মুসনাদে হুমায়দী, হাদীস নং-১০০৪
৯-মুসনাদে তায়ালিসী, হাদীস নং-২৫১৯
১০-সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২৮৮৯
১১-সুনানে দারা কুতনী, হাদীস নং-২১৩
১২-সুনানে দারেমী, হাদীস নং-১৭৯৬
১৩-সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩৬৯৪
১৪-সহীহ মুসলিম, হাদীস নং-৩৩৫৭
১৫-কানযুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল, হাদীস নং-১১৮২৯
১৬-মুসনাদে ইসহাক বিন রাহুয়াহ, হাদীস নং-১৯৪
১৭-মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-৮৮০০
১৮-মুজামে ইবনে আসাকীর, হাদীস নং-১১৩৯