অস্ত্রের জগতে নতুন সংস্করণ "মোবাইল ফোন পি&#248

Author Topic: অস্ত্রের জগতে নতুন সংস্করণ "মোবাইল ফোন পিø  (Read 2103 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2674
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management



আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি দারুন খবর। যার নাম মোবাইল ফোন পিস্তল। দেখতে সাদাসিদা মোবাইল ফোনের মতো দেখতে হলেও এর ভিতর লুকিয়ে আছে চারটি পয়েন্ট টুটু বুলেট সম্বলিত একটি অসাধারণ পিস্তল। সাম্প্রতিক সময়ে এমনি একটি পিস্তলের আবির্ভাব ঘটেছে সন্ত্রাস জগতে। ঘটনাটি সর্বপ্রথম ইতালী পুলিশের নজরে আসে। ইতালী মাফিয়া পরিবারে রেইড করে তারা এই দারুন অস্ত্রটির সন্ধান পেয়েছে। ইতালীর নেপলসের এক ব্যক্তি সর্বপ্রথম এই অস্ত্রটির ডিজাইন করেছে বলে ধারণা করা হয়। মোবাইল পিস্তলটির ট্রিগার হিসেবে ব্যবহৃত হয় কীপ্যাডের চারটি বাটন।
ফোনটির এন্টেনা ব্যারেলের কাজ করে অর্থাৎ ফোনটির এন্টেনা হতে বুলেট নির্গত বা ফায়ার হয়। মোবাইল ফোনটিকে আরো বিশ্বাসযোগ্য করে তোলার জন্য এটির সাথে একটি ডিসপ্লে সংযুক্ত করা হয়েছে। অস্ত্রটির খবর ছড়িয়ে পড়ার পর হতে পৃথিবীর প্রায় সব এয়ারপোর্টে মোবাইল ফোন স্ক্যানার এর মাধ্যমে মোবাইল ফোন চেক করা হচ্ছে। তবে মোবাইল ফোন পিস্তলটির ওজন সাধারণ মোবাইল ফোন এর তুলনায় বেশি হওয়াতে এটি সাধারণভাবেই সন্দেহের উদ্রেক করে।