IT Help Desk > IT Forum

অ্যাপল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি

(1/1)

arefin:
পুঁজিবাজারে অ্যাপলের মূল্য প্রথমবারের মতো প্রায় ৫শ’ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আর এতে করে অ্যাপল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। এর আগে পুঁজিবাজারে কেবল মাত্র পাঁচটি মার্কিন কোম্পানি মূল্য ৫শ’ বিলিয়ন ডলার ছাড়িয়েছিলো। কোম্পানিগুলো হলো এক্সন, মাইক্রোসফট, সিসকো সিস্টেমস, ইন্টেল ও জেনারেল ইলেকট্রিক। আইপ্যাড ও আইফোনের জনপ্রিয়তার কারণেই মূলত অ্যাপলের বিক্রি ও মুনাফার হার অনেক বেড়েছে বলে বিবিসি জানায়। এ বছর কোম্পানিটি ৪০ বিলিয়ন ডলার মুনাফা করবে বলে বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছেন। সম্ভাব্য দেউলিয়ার মুখে ১৯৯৭ সালে কোম্পানির শেয়ারের মূল্য ছিলো মাত্র ৩.১৯ ডলার। আর একই কোম্পানির শেয়ার বুধবার নাসদাক শেয়ারবাজারে ৫৪২.৪৪ ডলারে বিক্রি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Narayan:
Where we are ?????

arefin:
We are at the top of nowhere :)

tasnuva:
 :)

safiqul:
:)
--- Quote from: arefin on March 01, 2012, 03:05:47 PM ---We are at the top of nowhere :)

--- End quote ---

Navigation

[0] Message Index

Go to full version