IT Help Desk > IT Forum

মিলিয়ন ডলার পুরস্কার !!!

(1/1)

arefin:
গুগল ক্রোমে ত্রুটি পেলেই মিলিয়ন ডলার পুরস্কার. সম্প্রতি ওয়েব ব্রাউজার গুগল ক্রোম নিয়ে নতুন এক প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গুগল ক্রোমে নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি বের করতে পারলেই নগদ অর্থ ও ক্রোমবুক পুরস্কার রয়েছে। খবর ম্যাশএবল-এর। সূত্র জানিয়েছে, বিভিন্ন লেভেলের নিরাপত্তা ত্রুটি বের করার জন্য বিভিন্ন অঙ্কের পুরস্কার রয়েছে। একেকটি বিভাগে একাধিক পুরস্কারও দেয়া হতে পারে। নগদ অর্থ ছাড়াও নিরাপত্তা ত্রুটি বের করার বিনিময়ে ক্রোমবুক দেয়ার কথাও জানিয়েছে গুগল। এ বিষয়ে গুগল ক্রোম সিকিউরিটি টিম তাদের ব্লগে লিখেছে, এই প্রতিযোগিতার মাধ্যমে তারা কেবল নিরাপত্তা ত্রুটিই খুঁজে পাবে না, বরং কীভাবে এসব ত্রুটি খুঁজে বের করা যায় তাও জানতে পারবে।

Narayan:
Good initiative by google.

Navigation

[0] Message Index

Go to full version