Entertainment & Discussions > Sports Zone
মেসির জন্য নতুন বিশেষণ দরকার
(1/1)
arefin:
প্রচলিত বিশেষণ দিয়ে লিওনেল মেসির ফুটবল প্রতিভা ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছে না। তাই নতুন বিশেষণের দরকার বলে মনে করছেন আর্জেন্টিনা কোচ আলেহান্দ্রো সাবেইয়া। বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় মেসি বুধবার আবারো ইতিহাস সৃষ্টি করেন চ্যাম্পিয়ন্স লিগে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে। প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতার এক খেলায় গোল করেন পাঁচটি। খেলায় ৭-১ গোলে জেতে মেসির দল। মেসির প্রশংসা করতে গিয়ে সাবেইয়া খোলামেলাভাবেই স্বীকার করেন, মেসিকে তুলে ধরতে গিয়ে সব উপমাই তার ফুরিয়ে গেছে। তিনি মনে করেন, ফুটবল ইতিহাসের সব চেয়ে চমৎকার খেলোয়াড় এখন মেসি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্বের সেরা দলে খেলার পাশাপাশি মেসি তার সামর্থ্য এতোটাই মেলে ধরেছেন যে গোল দেয়ার জন্য তাকে সুযোগের অপেক্ষায় থাকতে হয় না। তার জন্য এখন আমাদের অবশ্যই নতুন উপমা বের করতে হবে।†বস্তুতপক্ষে, মেসির সমমানের খেলোয়াড় যে আর নেই সে ব্যাপারে কোনো সন্দেহ নেই সাবেইয়ার। বিশ্বের সকলের কাছ থেকে সর্বকালের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার জন্য বিশ্বকাপে মেসির নিজেকে মেলে ধরার প্রয়োজন আছে-এ কথাও মানতে নারাজ আর্জেন্টিনা কোচ। তার ভাষায়, “বিশ্বের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার জন্য মেসির বিশ্বকাপ জেতার প্রয়োজনকে আমি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছি না।†“কিন্তু এরই মধ্যে তিনি যা করেছেন, তা চমকপ্রদ। আর কারো সঙ্গে তার তুলনা হতে পারে বলে আমি মনে করি না,†যোগ করেন আর্জেন্টিনা কোচ। সাবেইয়া বলেন, “এক সময় ফুটবল বিশ্বে ছিল আলফ্রেদো স্তেফানোর যুগ, পেলের যুগ, দিয়েগো মারাদোনার যুগ। আর এখন শুরু হয়েছে মেসির যুগ।†এখন বিশ্ব ফুটবলে মেসির রাজত্ব চলছে বলে উল্লেখ করে তিনি বলেন, “আমি তাকে প্রশিক্ষণ দেই, এই কথাটা বলতে পারছি বলেই আমি এখন খুশি।â€
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Navigation
[0] Message Index
Go to full version