IT Help Desk > IT Forum
পেনড্রাইভ কোন ফাইল Super Hide হয়ে গেলে কি করবেন ?
Nazmul:
আজকে একটি কমন সমস্যার সমাধান দেবো।
হয়তো বিপদে এটি অনেকের কাজে লাগবে।পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় অদূশ্য হয়ে যায়।মনে হয় যেন এতে বুঝি কোন ফাইলগুলো মুছে গেছে। কিন্তু propertise গেলে দেখা যায় জায়গা ঠিকই দখল করে আছে।তার মানে ফাইলগুলো সুপার হাইড হয়ে গেছে।আসলে ভাইরাসে কারনেই এই সমস্যা হয়। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনাদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।
এরকম সমস্যা হলে run এ গিয়ে cmd লিখে enter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন L: হলে L ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d
আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib বলতে attribute এর সংক্ষিপ্ত রুপ বোঝায়।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory
- = remove the specified attribute
arefin:
Thanks a lot sir.
goodboy:
Really useful.....thanks :)
Sultan Mahmud Sujon:
Thank u sir
Narayan:
Good job....Dhonnobad sir.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version