Career Development Centre (CDC) > CV writing Skills

Digital CV - only 10 minit

(1/1)

Sultan Mahmud Sujon:
সাইট টি মূলত কাজ করে CV অর্থাৎ জীবন বৃত্তান্ত নিয়ে। এই সাইটে রেজিস্ট্রেশন করে এখানে আপনার যাবতীয় তথ্য আপলোড করে দিলে তারা আপনাকে একটি সুন্দর, Tech CV তৈরি করে দেবে। বলতে পারেন পুরাই ডিজিটাল CV. বর্তমান সময়ে আমরা অনলাইনে বিভিন্ন জব আপ্পলিকাসন করে থাকি। এই সাইট আপনাকে একটি ইউনিক লিঙ্ক দিবে যেটা হবে শুধু মাত্র আপনার। আপনি জব আপ্পলিকাসনে সেই লিঙ্ক টি ব্যবহার করতে পারেন।

এই সাইটে শুধু CV নয়, আপনি আপনার যেকোনো তথ্য আপনার বাক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারেন।

আর একটি কথা। সাইট টিতে এই মাস শেষ হওয়া পর্যন্ত ফ্রি রেজিস্ট্রেশন  করা যাবে। এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করলে আপনি আগামি মাস থেকে প্রিমিয়াম মেম্বারের সুবিধা পাবেন। আরো পেতে পারেন Kindle Fire Contest এ অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে এখনি ঘুরে আসুন Digital CV থেকে।

ferdous_1251:
Good news.

Navigation

[0] Message Index

Go to full version