Educational > You need to know

ডান হাত বেশি চলে কেন?

(1/2) > >>

Sultan Mahmud Sujon:


ক্রিকেটে বেশির ভাগ খেলোয়াড় ডান হাতে খেলে, ফুটবলে ডান পায়ে বেশি শট দেয়, বেশির ভাগ মানুষ ডান হাতে লেখে। মানুষ তার হাত-পা-চোখ-মুখ চালনায় সূক্ষ্ম গতিসঞ্চারের দক্ষতা (ফাইন মোটর স্কিল) অর্জন করেছে বলে এ রকম হয়। মানুষের মস্তিষ্কের বাঁ অংশ নিয়ন্ত্রণ করে শরীরের ডান পাশ, আর ডান অংশ চালায় বাঁ পাশ। মস্তিষ্কের দুই অংশের কাজ পরস্পরের পরিপূরক। গবেষণায় দেখা গেছে, যাদের ডান হাত বেশি চলে, তাদের মস্তিষ্কের বাঁ অংশের সঙ্গে শরীরের দুই পাশেরই অনুভূতি ও অঙ্গপ্রত্যঙ্গের গতিসঞ্চারের সংযোগগুলো যুক্ত থাকে। কিন্তু তাদের মস্তিষ্কের ডান অংশের ভূমিকা শরীরের শুধু বাঁ পাশেই সীমাবদ্ধ। এর অর্থ হলো মস্তিষ্কের বাঁ অংশ সম্ভবত শরীরের দুই পাশের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করে। এ জন্যই বেশির ভাগ মানুষ ডান হাত বেশি ব্যবহার করে। কারণ, এটা মস্তিষ্কের সেই অংশ দ্বারা পরিচালিত, যেটা অঙ্গপ্রত্যঙ্গের সূক্ষ্ম গতিসঞ্চারের জন্য প্রয়োজনীয় সব কাজের সমন্বয় করে। অনেকে বলেন, যাদের বাঁ হাত বেশি চলে তারা অপয়া। এ রকম ভাবার কোনো ভিত্তি নেই, এটা ঠিকও নয়, কুসংস্কার মাত্র।

arefin:
Good share, thanks.

nature:
Nice sharing.......................Thanks.

ananda:
According to researchers, about 6 % of children with two right-handed parents will be left handed. Among two left handed parents, perhaps 40% of the children will also be left handed. With one right-hand and one left handed parent, 15-20% of the offspring will be left-handed.

sethy:
Nice information ....

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version