Faculties and Departments > Faculty Forum
What will you do if the lift falls down?
(1/1)
maisalim2008:
লিফটের তার ছিঁড়ে গেলে কী করবেন?
ধরুন, আপনি ৩০ তলা থেকে নামছেন, লিফটের তার ছিঁড়ে গেল। হু হু করে নিচে পড়ছেন। চার সেকেন্ডের একটু পরই আপনার বেগ হবে সেকেন্ডে প্রায় ৪০ মিটার, যা ঘণ্টায় ৯০ মাইলের সমান। আপনার ওজন যদি হয় ৬০ কিলোগ্রাম, তাহলে ভরবেগ দাঁড়াবে ৬০*৪০=২৪০০ কিলোগ্রাম-মিটার প্রতি সেকেন্ড। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ যেহেতু ৯.৮ মিটার প্রতি সেকেন্ড*প্রতি সেকেন্ড, তাই প্রতি মুহূর্তে এই ভরবেগ বাড়তে থাকবে। অর্থাৎ, লিফটটা যখন মাটিতে আছড়ে পড়বে, তখন আপনার ওজনের চেয়ে কয়েক গুণ বেশি ওজনের ধাক্কা খাবেন। এমনকি আপনার মাথার ওজনের চাপে ঘাড় ভেঙে যাবে। পা ভাঁজ করে ধাক্কা সামলানোর চেষ্টা করেও লাভ হবে না। কারণ, পড়ন্ত শরীরের প্রচণ্ড ভরবেগ পা সইতে পারবে না। লাফ দিয়ে শূন্যে অবস্থানের চেষ্টাও বৃথা। কারণ, ঠিক কখন লিফট মাটিতে পড়বে, তা বোঝা মুশকিল। এ অবস্থায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে লিফটের মেঝেতে সটান শুয়ে পড়া, যেন শরীরের চাপ সবচেয়ে বেশি ছড়ানো স্থানে পড়ে এবং শরীরের কোনো অংশকে যেন অন্য কোনো অঙ্গপ্রত্যঙ্গের চাপ সইতে না হয়।
***সম্ভব হলে সবাই পোস্টটি শেয়ার করুন অথবা ছবিটি বন্ধুদের কে ট্যাগ করে দিন
tany:
Important information....
Navigation
[0] Message Index
Go to full version