Religion & Belief (Alor Pothay) > Allah: My belief
Valuable Quote from Holly Quran (কুরআনের অমূল্য বানী)
arefin:
" প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। এটা সঙ্গত নয় তোমরা শীঘ্র জানতে পারবে।"
[সূরা তাকাসুর : ১-৩]
arefin:
" প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। এটা সঙ্গত নয় তোমরা শীঘ্র জানতে পারবে।" [সূরা তাকাসুর : ১-৩]
arefin:
যদি আপনি আহলে কিতাবদের কাছে সমুদয় নিদর্শন উপস্থাপন করেন, তবুও তারা আপনার কেবলা মেনে নেবে না এবং আপনিও তাদের কেবলা মানেন না। তারাও একে অন্যের কেবলা মানে না। যদি আপনি তাদের বাসনার অনুসরণ করেন, সে জ্ঞানলাভের পর, যা আপনার কাছে পৌঁছেছে, তবে নিশ্চয় আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন।
(Al-Baqara: 145)
arefin:
নিশ্চয় আল্লাহই বীজ ও আঁটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী; তিনি জীবন্তকে প্রাণহীন থেকে বের করেন ও প্রাণহীনকে জীবন্ত থেকে বের করেন। তিনি আল্লাহ ,সুতরাং তোমরা কোথায় ফিরে যাবে? {সূরা আল-আন'আম- ৯৫}
arefin:
অতঃপর তোমাদের মধ্যে যদি কোন ব্যাপারে মতবৈষম্যের সৃষ্টি হয় তবে সেটি আল্লাহ ও রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা প্রকৃতই আল্লাহ ও পরকালের প্রতি ঈমানদার হয়ে থাক। এটি সঠিক কর্মনীতি ও পরিণতির দিক দিয়ে এটিই উত্তম।" [সূরা আন্-নিসা ৪ : ৫৯]
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version