Religion & Belief (Alor Pothay) > Allah: My belief

Valuable Quote from Holly Quran (কুরআনের অমূল্য বানী)

<< < (16/22) > >>

arefin:
"আর তোমরা ধৈর্য ধরে ও নামায পড়ে সাহায্য কামনা করো। আর এটি নিশ্চয়ই বড় কঠিন, শুধু বিনয়ীদের ছাড়া" [সূরা বাক্বারাহ ৪৫]

arefin:
ইজ্জত (শক্তি, মর্যাদা, মান-সন্মান) তো আল্লাহ তাঁর রসূল ও মুমিনদেরই কিন্তু মুনাফিকরা তা জানে না। [সূরা মুনাফিকুনঃ ৮]

arefin:
"তার কথার সাথে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভূক্ত।"
--আল কোরআন, সূরাঃ হা-মীম আস সিজদা, আয়াতঃ ৩৩

arefin:
'' মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে আমাকে ডাকতে শুরু করে, এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নেয়ামত দান করি, তখন সে বলে- আমার জ্ঞান-গরীমার বদৌলতেই আমাকে তা দেয়া হয়েছে। অথচ এটা একটা পরীক্ষা,কিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না। ” [সূরা আয-যুমার : ৪৯]

arefin:
হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোন বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়, তাহলে তা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি প্রত্যর্পণ কর-যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাক। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম।
[সূরা আন নিসা , আয়াত সংখাঃ ৫৯]

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version