Religion & Belief (Alor Pothay) > Allah: My belief

Valuable Quote from Holly Quran (কুরআনের অমূল্য বানী)

<< < (18/22) > >>

arefin:
আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তাহলে কোন শক্তি তোমাদের ওপর প্রাধান্য বিস্তার করতে পারবে না। আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন, তাহলে এরপর কে আছে তোমাদের সাহায্য করার মতো? কাজেই সত্যিকারের মুমিনদের আল্লাহর ওপরই ভরসা করা উচিত। [সুরা আল ইমরান :১৬০]

arefin:
● আমি আল্লাহকে বলি আমি নিজের উপর জুলুম করেছি -
আল্লাহ বলেন - "...হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।..." [সূরা আল-যুমার -৫৩]

● আমি আল্লাহকে আমার অন্তরের অশান্তির কথা বলি -
আল্লাহ বলেন - "...আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।" [সূরা রা'দ -২৮]

● আমি আল্লাহকে আমার একাকীত্বের কথা বলি -
আল্লাহ বলেন - "...আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী।" [ সূরা ক্বাফ -১৬]

● আমি আল্লাহর কাছে স্বীকরোক্তি জানাই - আমার গুনাহ অসীম -
আল্লাহ তাঁর বান্দাকে আশ্বস্ত করেন - "আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন?" [সূরা আল-ইমরান -১৩৫]

● আমি আল্লাহর কাছে কাতর প্রার্থনা করি -
আল্লাহ বলেন -"...তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো ..।" [সূরা আল বাক্বারাহ -১৫২]

● আমি আল্লাহর কাছে জীবনের সমস্যা জানিয়ে দুঃখ করি -
আল্লাহ বলেন -"...যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।" [সূরা আত্ব-ত্বালাক -০২]

● আমি হতাশ হয়ে আল্লাহর কাছে আশ্রয় খুঁজি -
আল্লাহ বলেন -"নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।" [সূরা আল ইনশিরাহ -০৬]

● আমি আমার সমস্ত কিছুর জন্য আল্লাহর উপর ভরসা করলাম -
আল্লাহ বলেন -"... যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন।..." [সূরা আত্ব-ত্বালাক -০৩]

Emran Hossain:

Very very excellent post . May Allah Sobhan Watala bless you for valuable post & Research on Al- Quran and Ahalull Bait of Muhammad (S.A). "Allah Humma Solle Ala Muhammad waa Ale Muhammad"  Elahi Amin.


Emran Hossain
Deputy Director-Finance & Accounts
Daffodil International University.
Income Tax Consultant
Member Dhaka Taxes Bar Association

arefin:
“তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে, তাদের কাছে ফেরেশতা আগমন করবে কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন অথবা আপনার পালনকর্তার কোন নির্দেশ আসবে। যেদিন আপনার পালনকর্তার কোন নিদর্শন আসবে, সেদিন এমন কোন ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্যে ফলপ্রসূ হবে না, যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি। আপনি বলে দিনঃ তোমরা পথের দিকে চেয়ে থাক, আমরাও পথে দিকে তাকিয়ে রইলাম। নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খন্ড-বিখন্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহ তা'আয়ালার নিকট সমর্পিত। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে। যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তুতঃ তাদের প্রতি জুলুম করা হবে না। ”
[সূরা আল আন-আম, আয়াত ১৫৮-১৬০]

“হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোন বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়, তাহলে তা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি প্রত্যর্পণ কর-যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাক। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম।“ [সূরা আন নিসা, আয়াত সংখাঃ ৫৯]

So please stop querelling with each other regarding Majhab, Shia, Sunni, Sufibaad, Ahle hadith, Salafi, Wahabi, Moududi, Brelvi... etc etc..... What we need is to lead our life according to Quraan (Ahkaam of Allah SWT) and Sunnah (Deeds of our Prophet Muhammad (SM.) . Insha Allah it will lead us to success in life and afterlife . Allahu A'laam. Jazakallahu khair.

arefin:
“হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোন বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়, তাহলে তা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি প্রত্যর্পণ কর-যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাক। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম।“ [সূরা আন নিসা, আয়াত সংখাঃ ৫৯]

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version