IT Help Desk > IT Forum

জেনে নিন আপনার অ্যাপল ট্রোজান আক্রান্ত কি-

(1/1)

arefin:
সম্প্রতি বিশ্বব্যাপী বিপুল সংখ্যক অ্যাপল কম্পিউটারে ছড়িয়ে পড়া ফ্ল্যাশব্যাক ম্যালওয়্যার নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে ম্যাক ব্যবহারকারীর সুবিধার্থে তাদের কম্পিউটার আক্রান্ত কি না তা জানার জন্য একটি টুল প্রকাশ করা হয়েছে ইন্টারনেটে। খবর বিবিসির। সূত্র জানিয়েছে, ফ্ল্যাশব্যাক চেকার নামের এই টুল ফ্ল্যাশব্যাক নামক ম্যালওয়্যার মুছে ফেলতে সক্ষম নয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা কেবল তাদের সিস্টেম স্ক্যান করে জানতে পারবেন তাদের কম্পিউটার আক্রান্ত কি না। তবে এই টুলের মাধ্যমে যদি কম্পিউটার আক্রান্ত প্রমাণিত হয়, তাহলে ব্যবহারকারীকে একটু ঝামেলা করেই তা ঠিক করতে হবে। অনেকেই তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের সবচেয়ে সহজ উপায় হিসেবে ম্যাকের ভাইরাসব্যারিয়ার এক্স৬ অ্যান্টি-ভাইরাস ৩০ দিনের ট্রায়াল হিসেবে ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন। এছাড়াও বিনামূল্যে সহজলভ্য সফোস অ্যান্টি-ভাইরাস ফর ম্যাক হোম এডিশন দিয়েও এই ম্যালওয়্যার দূর করা যাবে বলে জানা গেছে।


তবে যেসব ব্যবহারকারী অ্যাপলের থেকে আপডেট আসামাত্রই ইনস্টল করে নিয়েছেন তাদের কম্পিউটার এই ম্যালওয়ারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম বলে জানিয়েছে বিবিসি।

Navigation

[0] Message Index

Go to full version