IT Help Desk > IT Forum

পিসিই এখনো জনপ্রিয়তম ইবুক রিডার

(1/2) > >>

arefin:
সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে, আমেরিকানদের বেশিরভাগই ইবুক পড়ার জন্য বিভিন্ন স্মার্টফোন ও ট্যাবলেটের চেয়ে কম্পিউটারই বেশি পছন্দ করেন। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার এই গবেষণার ফলাফল প্রকাশ করেছে। খবর ম্যাশএবল-এর।
তিন হাজার আমেরিকানের উপর পরিচালিত জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজনে একজনই গত বছর ইবুক পড়েছেন। তাদের মধ্যে ৪২ শতাংশই ইবুক পড়ার জন্য কম্পিউটার ব্যবহার করেছেন। কম্পিউটার ছাড়া যারা ইবুক পড়েছেন, তাদের মধ্যে ৪১ শতাংশ অ্যামাজন কিন্ডলের মতো বিভিন্ন ইবুক রিডার, ২৯ শতাংশ বিভিন্ন সেলফোন এবং বাকি ২৩ শতাংশ আইপ্যাডের মতো বিভিন্ন ট্যাবলেট ডিভাইস ব্যবহার করেছেন।



ইবুক রিডার, স্মার্টফোন অথবা ট্যাবলেট ডিভাইসে ইবুক পড়া তুলনামূলকভাবে আরামদায়ক ও সহজ হলেও মানুষ কম্পিউটারেই এখনো বেশি ইবুক পড়েন, এ বিষয়টি চমকপ্রদ বলে মন্তব্য করেছে পিউ রিসার্চ। তবে ইবুক যেই প্ল্যাটফর্মেই পড়া হোক না কেন, ইবুক পড়ার পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে বলে জানা গেছে। পিউ রিসার্চের জরিপ অনুসারে, গত ১২ মাসে ইবুক পাঠকরা গড়ে ২৫টি ইবুক পড়েছেন। অন্যদিকে যারা ইবুক পড়েন না তারা পড়েছেন গড়ে ১৫টি বই।

aman_diu:
thank you sir

Narayan:
thanks for sharing....

akabir:
Nice!

tany:
Nice post sir...

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version