Religion & Belief (Alor Pothay) > Islam & Science
Islamic Golden History
BRE SALAM SONY:
মা হাওয়ার কবর এটি।মা হাওয়ার কবরটি জেদ্দায় অবস্থিত ।
এই পাহাড়ের চূড়াতেই হযরত আদম (আ এর পদচিহ্ন পাওয়া গিয়েছে ।এটি পাহাড়টি শ্রীলংকায় অবস্থিত।
BRE SALAM SONY:
ভালো করে লক্ষ করুন...!!
মনোযোগ দিয়ে দেখলে দেখতে পাবেন...!! আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর "চুল" মোবারাক এর ছবি...!! [সুবহানাল্লাহ]
BRE SALAM SONY:
মুসলমানদের জন্য শুক্রবার একটি বিশেষ অর্থবহ দিন।। কিন্তু কি এর কারণ?? কেনই বা শুক্রবারের গুরুত্ব এতো, তা হয়তো অনেকেই জানি না।। আসুন তবে জেনে নেই আজ।।
↓↓
► শুক্রবার দিনে প্রথম মানুষ হযরত আদম(আ) কে সৃষ্টি করা হয়েছে।।
► এই দিনে হযরত আদম(আ) বেহেশতে স্থান দেয়া হয়েছে।।
► এই দিনেই হযরত আদম(আ) পৃথিবীতে অবতরণ করেন।।
► সপ্তাহের সাতটি দিনের মাঝে শুক্রবারই সে দিন যেদিন হযরত আদম(আ) মৃত্যুবরণ করেছিলেন।।
► শুক্রবার দু'আ কবুলেরও দিন, তবে দুয়ায় নিষিদ্ধ/হারাম কিছু চাওয়া যাবে না।।
► এই দিনেই হবে কিয়ামত।।
↓↓
এটি এমন একটি দিন যেদিন আল্লাহ তায়ালা, পরম করুনাময় আমাদের সগীরা(ছোট) গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে থাকেন, শুধুমাত্র ঐ দিনেরই নয় বরং পুরো সপ্তাহের এবং সাথে অতিরিক্ত আরো তিন দিনের। সহীহ মুসলিমের হাদীসটি বর্ণিত হলঃ
আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, রাসুলুল্লাহ(সঃ) বলেন,
↓↓
"যদি কেউ যথাযথভাবে ওযু (পবিত্রতা অর্জন) করল, এরপর জুমার নামাযে আসলো, মনোযোগের সাথে খুতবা শুনলো এবং নীরবতা পালন করে, তার ঐ শুক্রবার এবং পরবর্তী শুক্রবারের মধ্যবর্তী সকল ছোটোখাট গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে, সাথে অতিরিক্ত আরো তিনটি দিনেরও।" (মুসলিম) (সুবহানাল্লাহ)
↓↓
▐▐►লক্ষ করুনঃ নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন ! লোকটি নামাজ পড়া অবস্থায় সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন ! এরচেয়ে ভালো ভাবে মৃত্যু আর কি হতে পারে ??[সুবহানাল্লাহ]
↓
আল্লাহ আমাদের জানার এবং বুঝার তৌফিক দান করুন।। আমীন।।[/size]
BRE SALAM SONY:
হযরত মুহাম্মদ (সাঃ)- এর ব্যবহৃত লোটা (পানি রাখার পাত্র)।নিজেকে অনেক ধন্য মনে করছি ছবিটি দেখার পর এবং আপনাদের কে ও দেখার সুযোগ করে দিলাম
BRE SALAM SONY:
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) এর Letter (সুবাহানআল্লাহ)
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version